‘এক মাসের মধ্যে বেতন ফেরাতে হবে অযোগ্যদের’, তিন মাসের মধ্যে নতুন নিয়োগঃ সুপ্রিম কোর্ট

২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল! রায় বহাল রইল সুপ্রিম কোর্টে। বিরাট ধাক্কা রাজ্য সরকারের!


বেতনের টাকা ফেরাতে হবে অযোগ্য শিক্ষকদের। আগামী ৪ সপ্তাহের মধ্যে ১২ শতাংশ সুদের হারে বেতন ফেরত দিতে হবে। বাতিল শিক্ষকদের আবারও পরীক্ষায় বসতে হবে। তবে অযোগ্যরা সেই সুযোগ পাবেন না।

২০১৬ সালের এসএসসি মামলায় ২৬,০০০ চাকরিতে কারা যোগ্য কারা অযোগ্য তা নির্ণয় করতে পারছিল না সুপ্রিম কোর্ট। নিয়োগ প্রক্রিয়া ভুল ছিল। তাই আগামী তিন মাসের মধ্যে নতুন করে নিয়োগ করতে হবে।

২০১৬ সালের এসএসসি-তে চাকরি পাওয়া ১৮ জন দৃষ্টিহীনেরও চাকরি বাতিল হয়েছে। মূল মামলাকারীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বলেন, শুধুমাত্র ইনসার্ভিস শিক্ষকেরা স্বস্তি পেয়েছে। বেতন ফেরত দিতে হবে চিহ্নিত অযোগ্য চাকরি প্রাপকদের৷ আগামী ৪ সপ্তাহের মধ্যে ১২ শতাংশ সুদের হারে বেতন ফেরত দিতে হবে।

বৃহস্পতিবার বেলা দশটা উনচল্লিশে শীর্ষ আদালত জানিয়ে দেয় ২৬ হাজার চাকরির প্যানেল পুরোপুরি বাতিল করা হল। পাশাপাশি, খুব দ্রুত তিন মাসের মধ্যে যাতে নতুন করে প্যানেল বের করে রাজ্য সরকার, তার নির্দেশও দিল সুপ্রিম কোর্ট।

সব শিক্ষকদের টাকা ফেরাতে হবে না। অবৈধ শিক্ষকদের টাকা ফেরানোর নির্দেশ। পাশাপাশি এই প্যানেলে মধ্যে থাকা যারা প্রতিবন্ধী বা বয়সঊর্ধ্ব, তাদের ছাড়পত্র দেওয়া হল। এদিকে রাজ্যের ‘যোগ্য’ চাকরি প্রার্থীরা ভেঙে পড়েছেন।

About The Author