২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল, হাইকোর্টের নির্দেশ বহাল সুপ্রিম কোর্টে

২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল! রায় বহাল রইল সুপ্রিম কোর্টে। বিরাট ধাক্কা রাজ্য সরকারের! টাকা ফেরাতে হবে অবৈধ শিক্ষকদের। বাতিল শিক্ষকদের আবারও পরীক্ষায় বসতে হবে।

২০১৬ সালের এসএসসি মামলায় ২৬,০০০ চাকরিতে কারা যোগ্য কারা অযোগ্য তা কিন্তু সঠিকভাবে নির্ণয় করতে পারছিল না সুপ্রিম কোর্ট। এমতাবস্তায় প্রায় দীর্ঘদিন ধরে সময় নিলেও তার সুরাহা কিন্তু মিলছিল না। কার্যত এই অবস্থায় বেশ দীর্ঘদিন ধরে মামলা চলার পরেই আজ বৃহস্পতিবার বেলা দশটা উনচল্লিশে শীর্ষ আদালত জানিয়ে দেয় ২৬ হাজার চাকরির প্যানেল পুরোপুরি বাতিল করা হল। পাশাপাশি, খুব দ্রুত তিন মাসের মধ্যে যাতে নতুন করে প্যানেল বের করে রাজ্য সরকার, তার নির্দেশও দিল সুপ্রিম কোর্ট।

সব শিক্ষকদের টাকা ফেরাতে হবে না। অবৈধ শিক্ষকদের টাকা ফেরানোর নির্দেশ। পাশাপাশি এই প্যানেলে মধ্যে থাকা যারা প্রতিবন্ধী বা বয়সঊর্ধ্ব, তাদের ছাড়পত্র দেওয়া হল। এদিকে রাজ্যের ‘যোগ্য’ চাকরি প্রার্থীরা ভেঙে পড়েছেন।

About The Author