ICC Champions Trophy Final: কিউয়িদের হারিয়ে ১২ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ভারতের

নিউজিল্যান্ড ২৫১/৭ – ভারত ২৫৪/৬


২০২৫-এর আইসিসি চ্যাম্পিয়ন ভারত! কিউয়িদের হারিয়ে ১২ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ভারতের।

দুর্দান্ত ফাইনাল ম্যাচ শেষে সেরার শিরোপা জিতে নিল ভারত। অর্ধ‌শতরান রোহিত, গিল এবং শ্রেয়শের। তবে মাত্র ১ রানে আউট হয়ে লজ্জার পারফর্ম্যা‌ন্স দেখালেন কোহলি।

দুবাইয়ের স্টেডিয়ামে আইসিসির চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত – নিউজিল্যান্ড। এদিন টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করতে নামেন রবীন্দ্র এবং ইয়ং। ৭ ওভার শেষে বরুণের সৌজন্যে প্রথম উইকেট খোয়ায় নিউজিল্যান্ড।

মাত্র ১৫ রান করেই ঘরে ফেরে ইয়ং। ৩৭ রানে আউট হয়ে যান রবীন্দ্র রাচিন। তাঁকে আউট করেন কুলদিপ। পরক্ষনেই ফের উইকেট পতন নিউজিল্যান্ডের। কুলদিপ আউট করেন উইলিয়ামসনকে। মাত্র ১১ রান করেই সাজঘরে ফিরতে হয় তাঁকে। ২০ ওভার শেষে নিউজিল্যান্ডের রান তখন ১০০ পেরল। তারপর ১৪ রানে জাদেজার বলে আউট যান লাথাম। ৩৫ ওভার শেষে ফের বরুণের ঝুলিতে আরও একটি উইকেট! এবার আউট যান ফিলিপ্স। এরপর ভালোই এগিয়ে নিচ্ছিলেন মিচেল।

তবে ৬৩ রান করে শামির হাতে যবনিকা পড়ে যায় তাঁরও। রান আউট হন মিচেল। ৫০ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর দাঁড়ায় ২৫১ – ৭। ভারতের সামনে টার্গেট দেয় ২৫২ রানের।

ভারতের হয়ে প্রথমেই ব্যাট করতে নেমে ছয় মারেন রোহিত শর্মা। শুভমন গিল।

About The Author