ভারতের সামনে ২৫২ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড। অর্ধশতরান মিচেল, ব্রেসওয়েলের। ভারতীয় বোওলারদের স্পিনের আক্রমণে দৌড়োতে পারল না কিউইরিয়া।
দুবাইয়ের স্টেডিয়ামে আইসিসির চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল ম্যাচে মুখোমুখি ভারত – নিউজিল্যান্ড। এদিন টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করতে নামেন রবীন্দ্র এবং ইয়ং। ৭ ওভার শেষে বরুণের সৌজন্যে প্রথম উইকেট খোয়ায় নিউজিল্যান্ড।
মাত্র ১৫ রান করেই ঘরে ফিরল ইয়ং। ৩৭ রানে আউট হলেন রবীন্দ্র রাচিন। তাঁকে আউট করেন কুলদিপ। পরক্ষনেই ফের উইকেট পতন নিউজিল্যান্ডের। কুলদিপ আউট করেন উইলিয়ামসনকে। মাত্র ১১ রান করেই সাজঘরে ফিরতে হয় তাঁকে।
২০ ওভার শেষে নিউজিল্যান্ডের রান তখন ১০০ পেরল। তারপর ১৪ রানে জাদেজার বলে আউট যান লাথাম। ৩৫ ওভার শেষে ফের বরুণের ঝুলিতে আরও একটি উইকেট! এবার আউট যান ফিলিপ্স। এরপর ভালোই এগিয়ে নিচ্ছিলেন মিচেল।
তবে ৬৩ রান করে শামির হাতে যবনিকা পড়ে যায় তাঁরও। রান আউট হন মিচেল। ৫০ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর দাঁড়ায় ২৫১ – ৭। এখন ভারতের সামনে টার্গেট ২৫২-র।

