পেনশন নিয়ে অশান্তি! মাকে খুন করে পালানোর চেষ্টা ‘অভিযুক্ত’ ছোট ছেলের

জলপাইগুড়ি: বিধবা মায়ের পেনশন নিয়ে টানাটানি! সেই নিয়ে নিত্যদিনের অশান্তি লেগেই ছিল। আর এদিন? ছোট ছেলের আগে বড় ছেলেকে চায়ের কাপ তুলে দেওয়ায় ফের অশান্তি বাধল! বড় ছেলেকে মারতে এগিয়ে গেল ছোটজন। ঠেকাতে গিয়েই ঘটল অঘটন! বৃদ্ধা মাকে ধারাল অস্ত্র দিয়ে কোপ মারল তাঁর ছোট ছেলে। রবিবার বিকেলে হাড়হিম করা ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের শিঙ্গিমারি এলাকায়।

মৃতার নাম সুনীতি রায় (৬৫)। অভিযুক্তকে গ্রেফতারের পাশাপাশি আহত দাদাকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে পাঠিয়েছেন ময়নাগুড়ি থানার পুলিশ আধিকারিকেরা। জানা গিয়েছে, মাকে কোপানোর পাশাপাশি দাদা দিলীপ রায়কেও একাধিক কোপ মেরেছে অভিযুক্ত বাপী রায়।

পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে জানিয়েছেন, ‘এই ঘটনার অভিযুক্ত বাড়ির সাইকেল নিয়ে গিয়ে বিক্রি করে। ময়নাগুড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করেছে।’

এ প্রসঙ্গে প্রতিবেশী আবু মহম্মদ বলেন, ‘সুনীতি রায়ের স্বামী একটি প্রাথমিক স্কুলের শিক্ষক ছিলেন। উনি গত হওয়ার পর তাঁর পেনশনের টাকায় সংসার চলত। অভিযুক্ত বাপী বিবাহিত। কিন্তু কোনও উপার্জন করত না। মায়ের পেনশন ভোগ দখল করত। আর এই নিয়ে ওদের বাড়িতে নিত্যদিন অশান্তি লেগে থাকত। রবিবার সুনিতি তাঁর বড় ছেলে দিলীপকে চা দিয়েছিল। আর তাতেই ঘটে ঝামেলা।’ সোমবার ধৃতকে আদালতে তুলে হেফাজতে নেওয়ার আবেদন করা হবে বলে জানা গেল পুলিশ সুত্রে।

About The Author