কুম্ভে জিওকর্তা! গঙ্গায় ডুব দিলেন মুকেশ আম্বানি ও তাঁর চার প্রজন্ম

কুম্ভে মুকেশ আম্বানি এবং তাঁর ছেলেসহ চার প্রজন্ম ‘ডুবকি’ লাগানোর ছবি ভাইরাল হয়েছে।


মুকেশ আম্বানি, টানা ১৩ বছর ধরে দেশের ধনীতম ব্যবসায়ী। সেই সঙ্গে জিও-র মালিক। সনাতনী সংস্কৃতির ধারক হিসেবেও সুপরিচিত। বরাবরই আম্বানির পরিবার কখন কোথায় কি করছেন, কোথায় যাচ্ছেন, ইত্যাদি নিয়ে আগ্রহের কমতি থাকে না আমজনতার।

এবারে মুকেশ আম্বানি এবং তাঁর পরিবার কুম্ভ স্নান সারতে প্রয়োগরাজে এসেছেন। ছেলে পরিবারের সঙ্গে ডুব লাগালেন ত্রিবেনী সঙ্গমে। সেই মুহূর্তের ছবি-ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে নেট মাধ্যমে।

মুকেশ আম্বানি এদিন তাঁর গোটা পরিবারকে নিয়ে হাজির হন মহাকুম্ভে। প্রয়াগরাজে এদিন আম্বানি পরিবারের ৪ প্রজন্মকেই উপস্থিত থাকতে দেখা যায়। সাথে ছিলেন তাঁর মা কোকিলা বেন, ছেলে-বউ আকাশ আম্বানি ও শ্লোকা আম্বানি, ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট, এবং নাতি-নাতনী পৃথিবী ও বেদ।

সঙ্গমে পবিত্র স্নানের পর আম্বানি পরিবার নিরঞ্জনী আখড়ার পীঠাধিশ্বর আচার্য মহামন্ডলেশ্বর স্বামী কৈলাসানন্দ গিরিজি মহারাজের উপস্থিতিতে বিধি মতো মা গঙ্গার পূজা-অর্চনা করেন। আম্বানি পরিবার মহাকুম্ভে সেবার ঐতিহ্য পালন করলেন ত্রিবেণী স্নানের পর আম্বানি পরিবার পরমার্থ নিকেতন আশ্রমে গেলেন। সেখানে তাঁরা পরিচ্ছন্নতাকর্মী, নাবিক এবং তীর্থযাত্রীদের মিষ্টি বিতরণ করেন।

আম্বানি পরিবারের সদস্যরা তীর্থযাত্রীদের খাবার পরিবেশন করতেও দেখা যায়। উল্লেখ্য, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবার মহাকুম্ভে বৃহৎ পরিসরে অন্ন সেবা করছে। এই সেবা কার্যের জন্য কোম্পানি পরমার্থ নিকেতন আশ্রম, শারদা পীঠ মঠ ট্রাস্ট দ্বারকা, শ্রী শঙ্করাচার্য উৎসব সেবালয় ফাউন্ডেশন, নিরঞ্জনী আখড়া এবং প্রভু প্রেমী সংঘ চ্যারিটেবল ট্রাস্টের মতো বিখ্যাত আধ্যাত্মিক সংগঠনগুলির সাথে কাজ করেছে।

About The Author