ইতিহাসে প্রথম বার! রাষ্ট্রপতি ভবনে ‘দেশ কি বেটি’র বিয়ে, পাত্র ভারতীয় সেনায় কর্মরত

ইতিহাসে এই প্রথম! ভারতের রাষ্ট্রপতি ভবনে কোনও বিয়ের অনুষ্ঠান হল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উদ্যোগে চার হাত এক হল দুই সিআরপিএফ অফিসারের!

বুধবার রাষ্ট্রপতি ভবনের মাদার টেরিজা ক্রাউন কমপ্লেক্সে আত্মীয় পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে বিয়ে হচ্ছে দু’জনের। পাত্রী পুণম গুপ্তা, মধ্যপ্রদেশের সিআরপিএফ অফিসার। তিনি এই মুহূর্তে রাষ্ট্রপতি ভবনে ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিক হিসেবে কর্মরত। অন্যদিকে, পাত্র অবনিশ কুমার, জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনার অ্যাসিস্ট্যান্ট কম্যান্ডান্ট হিসাবে কর্মরত।

পুণমই প্রথম সরকারি আধিকারিক, যাঁর বিয়ে হচ্ছে দেশের রাষ্ট্রপতি ভবনে। এর আগে সেখানে বহু বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে বিভিন্ন রাজকীয় অনুষ্ঠান হলেও গতকাল পর্যন্ত কোনও বিয়ের অনুষ্ঠান হয়নি রাষ্ট্রপতি ভবনে। তবে এবারে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু‌র উদ্যোগে রাষ্ট্রপতি ভবনে পুনমের বিয়ের আয়োজন হল।

রাষ্ট্রপতি ভবনে ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিক হিসেবে কর্মরত এই পুনম ২০১৮ সালে ইউপিএসসি সিএপিএফে ৮১তম স্থান অধিকার করেছিলেন। তার পর সিআরপিফের অ্যাসিস্ট্যান্ট কম্যান্ডান্ট হিসাবে কর্মজীবন শুরু করেন তিনি। ২০২৪ সালে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে সিআরপিএফের সম্পূর্ণ মহিলা দলকে নেতৃত্ব দিয়েছিলেন পুণম।

সূত্রে খবর, পিএসও হিসাবে পুণমের পেশাদারিত্ব, আচার-ব্যবহার এবং নিষ্ঠায় রাষ্ট্রপতি মুর্মু খুশি। পুণম বিয়ে করছেন শুনে তিনিই নাকি রাষ্ট্রপতি ভবনে বিয়ের আয়োজন করতে বলেছিলেন। সেই মতো গত মাসেই পুণমের বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করার নির্দেশ দেন রাষ্ট্রপতি মুর্মু। শেষমেশ তিথি মেনে বুধবার বিয়ে করলেন পুণমেরা।

About The Author