হেরে গেলেন কেজরিওয়াল, ২৬ বছর পর দিল্লিতে ক্ষমতায় ফেরার পথে বিজেপি

প্রকাশিত হচ্ছে দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল। ২৬ বছর পর দিল্লিতে ক্ষমতায় ফেরার পথে বিজেপি।

এদিকে নিজের আসনে হেরে গেলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। ৩ হাজার ১৮২ ভোটে নতুন দিল্লি আসনে কেজরি হেরে গেছেন বলে জানা যাচ্ছে।

সেখানে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র প্রার্থী পারভেশ সাহেব সিং জয়লাভ করেছেন। নিঃসন্দেহে এই হার আম আদমির জন্য একটি বড়সড় ধাক্কা!

২০১৪ সাল থেকে দিল্লিতে ক্ষমতায় ছিল আপ। কেজরিওয়াল, যিনি এক দশকেরও বেশি সময় ধরে দিল্লির মুখ্যমন্ত্রীর পাশাপাশি AAP-এর মুখ ছিলেন, সম্প্রতি পরপর বেশ কয়েকটি অভিযোগ ওঠায় ভাবমূর্তি নষ্ট হয়েছিল। এদিকে, বিজেপিও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকায় এগিয়ে যাওয়ার কারণে কঠোর প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়েছিল আপ।

দেশের রাজধানীতে বিজেপির শক্তিশালী নির্বাচনী পারফরম্যান্সের মধ্যে দলটি ক্ষমতা ধরে রাখার জন্য লড়াই চালিয়েছে AAP। নয়াদিল্লি আসনে, আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল ১১,০৭০ ভোটে পিছিয়ে ছিলেন। ভারতীয় জনতা পার্টির পারভেশ সাহেব সিং, ১৯ হাজার ২৬৭ ভোটে এগিয়ে ছিলেন। কংগ্রেস প্রার্থী সন্দীপ দীক্ষিত ৩ হাজার ১৩ ভোট নিয়ে অনেক পিছিয়ে।

আর বিজেপি দিল্লি থেকে ক্ষমতাচ্যুত হয়েছে ১৯৯৮ সালের ৩ ডিসেম্বর। তারপর আর রাজধানীতে ক্ষমতায় ফিরতে পারেনি। কিন্তু, দিল্লি যে রাজ্যগুলির সঙ্গে সীমান্ত ভাগ করে, সেই হরিয়ানা, উত্তর প্রদেশ ও রাজস্থানে ক্ষমতায় রয়েছে বিজেপি। কোথাও একাধিকবার সরকার গঠন করেছে। কোথাও কংগ্রেসকে হারিয়ে ফের ক্ষমতায় এসেছে।

About The Author