করোতোয়া নদীতে ভাসছে হাজার হাজার ডায়াপার, উদ্বিগ্ন স্থানীয়রা

রাজগঞ্জের করোতোয়া নদীতে ভেসে এল হাজার হাজার ডায়াপার। আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। বিষয়টি শুনে বেশ চমকে গিয়েছেন রাজগঞ্জের বিএমওএইচ। স্থানীয়দের পাশাপাশি উদ্বেগ প্রকাশ করলেন পরিবেশপ্রেমীরাও।

শুক্রবার কালিনগরে করোতোয়া ব্রিজ থেকে দেখা যায়, বেশ কয়েক ঘণ্টা ধরে শিশু এবং মহিলাদের ব্যবহৃত ডায়াপার এবং স্যানিটারি ন্যাপকিন ভেসে আসছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, শিশুদের জন্য ব্যবহৃত সেই ডায়াপার গুলি ব্যবহার করে নদীতে ফেলে দিয়েছে। তবে সংখ্যাটা অনেক হওয়ায় সন্দেহ, হয়ত কোনও স্বাস্থ্য কেন্দ্র বা নার্সিং‌হোম থেকে ফেলা হতে পারে এসব।

করোতোয়া নদীতে যদি এভাবে বজ্র পদার্থ ফেলা হয় তাহলে তো মারাত্মক বিপদ। কারণ রাজগঞ্জের বহু মানুষ এই নদীর জল ব্যবহার করেন। স্নান, কাপড় ধোওয়ার পাশাপাশি অনেকে বাড়ির নিত্য দিনের কাজের জন্য করোতোয়ার জল ব্যবহার করে। ফলে এর মাধ্যমে এলাকায় রোগ বিস্তারের সম্ভাবনা তৈরি হয়েছে।

এমনিতেও করতোয়ায় দু’দিন পরপর মাছ মরে ভেসে ওঠে। সেখানে নোংরা ফেলার ঘটনাও নতুন নয়। এখন সরাসরি মেডিকেল বর্জ্য ফেলা হলে বিপদের চূড়ান্ত আশঙ্কা।

বিষয়টি জেনে বেশ চমকে গিয়েছেন রাজগঞ্জের বিএমওএইচ। তিনি বলেন গ্রামীণ হাসপাতালগুলি থেকে এমন বর্জ্য নদীতে ফেলার কোনও সুযোগ নেই। হয়ত এই ধরনের বজ্র পদার্থগুলি আশে পাশের কোনও নার্সিংহোম বা যেখানে মহিলা বা শিশুদের বর্জ্য জমা করা হয়, সেখান থেকে ফেলা হয়েছে। এর জন্য অভিযান চালান হবে বলে তিনি জানালেন। স্থানীয়রা জানান, বিষয়টি ভীষণ উদ্বেগ জনক। প্রশাসনের কাছে দরবার করব যাতে এর উপযুক্ত ব্যবস্থা করা হয়।

About The Author