জলপাইগুড়ি: বাড়িতে হাতি পুষতে চান? বা দত্তক নিয়ে দেখভাল করতে চান? এখন নতুন সুযোগ তৈরি করে দিয়েছে গরুমারা বন্যপ্রাণ বিভাগ। চারদিকে যখন হাতি-মানুষ সংঘাত ভয়াবহ আকার ধারণ করেছে, তখন গরুমারা বন্যপ্রাণ বিভাগ একটি অভিনব উদ্যোগ নিয়েছে হাতি-মানুষ বন্ধুত্ব গড়ে তোলার জন্য। এর মাধ্যমে কেউ চাইলে এখন দত্তক নিতে পারবেন হাতি। যদিও বন্দপ্তরের এমন উদ্যোগ নিয়ে পরিবেশপ্রেমীদের একাংশের দাবি, সরকার হাতি সামলাতে পারছে না, খাওয়াতে পারছে না, তাই অর্থবান মানুষের ঘাড়ে তুলে দিতে চাইছেন সেই দায়িত্ব।
কদিন আগেই মুখ্যমন্ত্রীও বলেছিলেন, হাতির সংখ্যা বেড়ে গেছে। গরুমারায় কুনকি হাতির সংখ্যা বর্তমানে ২৯, যার মধ্যে ছয়টি শাবক রয়েছে। বন দফতরের পক্ষ থেকে জানা গেছে, এই হাতিগুলির রক্ষণাবেক্ষণ, খাওয়াদাওয়া এবং চিকিৎসায় বছরে অনেক খরচ হয়ে থাকে। তাই, এই খরচ বহন করতে আগ্রহী কোনো ব্যক্তি বা সংস্থা, যে কেউ চাইলে আবেদন করতে পারবেন। আবেদন অনুযায়ী, পূর্ণবয়স্ক হাতির জন্য বছরে খরচ হবে ২,২০,০০০ টাকা, সাব-অ্যাডাল্ট হাতির জন্য ১,৯০,০০০ টাকা এবং শাবকের জন্য ১,৪০,০০০ টাকা।
গরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও দ্বিজপ্রতিম সেন জানিয়েছেন, আবেদন প্রক্রিয়া মেনে অনুমোদন পাওয়া গেলে, সাধারণ মানুষ বা সংস্থা হাতি দত্তক নিতে পারবেন। এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন হাতির প্রতি মানুষের সচেতনতাও বাড়বে, অন্যদিকে বন দফতরের খরচের চাপও কিছুটা কমবে। রাজ্য বন দফতরের অনুমোদন পেলে এই প্রক্রিয়া বাস্তবায়িত হবে।

