Bangladesh Unrest: মুজিবের ধানমণ্ডির বাড়িতে ভাঙচুর! আগুন লাগিয়ে দিল ‘উগ্রপন্থী’ ছাত্র-জনতা

বাংলাদেশের মাটি থেকে শেখ মুজিবের নাম মুছে দিচ্ছে ইউনুস সরকার। একদিকে ঢাকার ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি অর্থাৎ যেখানে শেখ মুজিবরকে হত্যা করা হয়েছিল, মুজিবের সেই ধানমণ্ডির বাড়িতে ভাংচুর চালিয়ে আগুন দিল উগ্রপন্থি ছাত্র-জনতা। আর অন্যদিকে মুজিবের ভাইয়ের বাড়ি ভেঙ্গে দেওয়া হল বুলডোজার চালিয়ে।

বুধবার রাতে ধানমন্ডির ওই বাড়িতে শেখ মুজিবুর স্মৃতি জাদুঘরে গিয়ে বিক্ষোভ দেখান জনতা। বাংলাদেশি সংবাদমাধ্যমের খবর অনুসারে, বিক্ষোভকারীরা ‘২৪-এর বিপ্লবী ছাত্র জনতা’। সন্ধ্যায় ওই বাড়িতে প্রবেশ করে ভাঙচুর শুরু করেন। স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আওয়ামী লীগ-বিরোধী বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। ‘প্রথম আলো’র খবর অনুসারে, বিক্ষোভকারীরা প্রথমে বাড়ির গেট ভেঙে ফেলেন। তার পরে ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করে দেন।

বুধবার বাংলাদেশে হাসিনা সরকারের পতনের ছ’মাস অতিক্রান্ত হচ্ছে। বাংলাদেশবাসীর উদ্দেশে আজই একটি ভার্চুয়াল ভাষণ দেওয়ার কথা রয়েছে হাসিনার। তার ভার্চুয়াল ভাষণ শুরুর আগেই ফের জনরোষের মুখে পড়ল মুজিবুরের স্মৃতি বিজড়িত ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি।

শেখ হাসিনার সরকারের পতনের পরেও গত অগস্টে ৩২ নম্বর ধানমন্ডির বাড়িতে জনরোষ আছড়ে পড়েছিল। সেই থেকে বাড়িটি দৃশ্যত পরিত্যক্ত অবস্থাতেই পড়েছিল। এই বাড়িতেই পাঁচ দশক আগে বাংলাদেশে রক্তাক্ত পালাবদলের সময় গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল শেখ মুজিবুর রহমানের দেহ। মুজিব-কন্যা হাসিনা প্রধানমন্ত্রী হয়ে ৩২ নম্বর ধানমন্ডির সেই বাড়িটিকে পরিণত করেছিলেন সংগ্রহশালায়। বাংলাদেশে মুজিবের স্মৃতি মুছে দেওয়ার আপ্রান চেষ্টা চলছেই।

About The Author