PM Modi at Kumbh: কুম্ভে ‘আস্থার ডুব’ দিলেন প্রধানমন্ত্রী মোদী

দিল্লি বিধানসভা নির্বাচনের মাঝেই আজ মহাকুম্ভে পুণ্য স্নানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে ডুবকি লাগান প্রধানমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে প্রয়াগরাজে আসেন প্রধানমন্ত্রী মোদী। কুম্ভে পুণ্যস্নানের জন্য আলাদা ব্যবস্থা করা হয়। লাল জামা, কালো ট্রাক প্য়ান্ট ও নীল মাফলার গলায় মহাকুম্ভে পুণ্যস্নান করতে নামেন প্রধানমন্ত্রী। স্নানের শুরুতেই তিনি সূর্যকে জল দান করেন। স্নানের শুরুতেই তিনি সূর্যকে জল দান করেন। দেখুন ভিডিও

About The Author