ঘোরকলি! পুজো মণ্ডপ থেকে সরস্বতীর মূর্তি সরিয়ে ভেঙে দিল কারা?

শিলিগুড়ি: একেই বলে ঘোরকলি! পুজো মণ্ডপের সামনে মদ খাওয়ার প্রতিবাদ করায় মণ্ডপ থেকে প্রতিমা সরিয়ে ভেঙ্গে দিল পাড়ার কয়েকজন। সরস্বতী পূজোর সকালে মণ্ডপে এসেই চমকে গেলেন পাড়ার লোকজন। পুজো মণ্ডপ থেকে উধাও মা সরস্বতীর মূর্তি। ছড়িয়ে ছিটিয়ে পুজোর আয়োজন। ভুলন্ঠিত পুজোর ঘট! এবার শিলিগুড়ি সংলগ্ন আশিঘরে সরস্বতী পুজোয় বাগড়া দেওয়ার অভিযোগ।

স্থানীয়দের অভিযোগ, সরস্বতী পুজোর জোগাড় যন্ত্র চলাকালিন গত রাতে ওই এলাকারই কিছু যুবক মন্ডপের পাশে বসে মদ্যপান করতে থাকে। এলাকাবাসীরা প্রতিবাদ করেন। তারপরই শুরু হয় বচসা। এলাকাবাসীদের দাবি, মদ্যপ অবস্থায় থাকা যুবকরা উল্টে গালিগালাজ শুরু করে। মন্ডপের আলো আয়োজন ওলট-পালট করতে শুরু করে। পাশের বাড়ির জানালার কাঁচ ভেঙ্গে দেয়। স্থানীয়দের বাধা পেয়ে হুমকি দিয়ে সেখান থেকে চলে যায় ছেলেগুলি। পড়ে রাতেই ওই মন্ডপ থেকে সরস্বতী প্রতিমা তুলে নিয়ে মদ্যপ যুবকেরা ভেঙ্গে দেয় বলে অভিযোগ।

সোমবার খবর পেয়ে সেখানে যায় আশিঘর ফাঁড়ির পুলিশ। লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসীরা। অপরদিকে এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এলাকার প্রধান। তিনি বলেন, বাংলা ক্রমশ বাংলাদেশ হয়ে যাচ্ছে যেন। দোষীদের কঠোর শাস্তি দাবি জানাই। আশিঘরে মাঝাবাড়ি এলাকায় স্থানীয় মহিলা ও বাচ্চারা প্রতিবারই সরস্বতী পুজোর আয়োজন করেন। এবারে এই ঘটনায় এলাকাবাসীরা বেশ আতঙ্কে রয়েছেন। পুলিশ কি পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার।

আরও পড়ুন

সরস্বতী পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে দুই কলেজে গণ্ডগোল

About The Author