Budget 2025: বাংলাদেশের জন্য আবারও ১২০ কোটি বরাদ্দ করল ভারত সরকার

এবারের কেন্দ্রীয় বাজেটেও বাংলাদেশের জন্য ১২০ কোটি টাকা বরাদ্দ রাখল ভারত সরকার। আগের বাজেটেও একই পরিমাণ বরাদ্দ ছিল। অর্থাৎ ভারত-বাংলাদেশ চাপানোতোরের মধ্যেও বৈদেশিক আর্থিক সাহায্য কমাল না ভারত।

বৈদেশিক সহযোগিতার জন্য অর্থ বরাদ্দ করার ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগী ভুটানকে সব থেকে বেশি টাকা দিচ্ছে ভারত। এবারে ভুটানের জন্য আর্থিক সহযোগিতা বাবদ বরাদ্দ করা হয়েছে ২,১৫০ কোটি টাকা।

এবারের বাজেটে বিদেশ মন্ত্রকের জন্য সব মিলিয়ে বরাদ্দ করা হয়েছে ২০,৫১৬ কোটি টাকা। যদিও আগের বাজেটের তুলনায় এই বরাদ্দ কিছুটা কম।

বরাবর ভারতের বন্ধু হিসাবে পরিচিত ভুটানের জন্য আর্থিক সহযোগিতা বাবদ বাজেট বরাদ্দ করা হয়েছে সবথেকে বেশি। পরিমাণটা হল ২ হাজার ১৫০ কোটি টাকা। এছাড়াও, ইরানে চাবাহার বন্দর তৈরির জন্যও ১০০ কোটি টাকার সহযোগিতা বরাদ্দ করা হয়েছে এবারের বাজেটে।

পাশাপাশি, বাংলাদেশ সহ অন্য়ান্য প্রতিবেশী দেশগুলির জন্য আর্থিক সহযোগিতা বাবদ বাজেট বরাদ্দ করেছে ভারত। শ্রীলঙ্কার জন্য ৩০০ কোটি টাকা। নেপালের জন্য ৭০০ কোটি টাকা। মালদ্বীপ ৬০০ কোটি টাকা। মরিশাস ৫০০ কোটি। মায়ানমার ৩৫০ কোটি। বাংলাদেশ ১২০ কোটি টাকা। আফগানিস্তান ১০০ কোটি টাকা। এছাড়াও আফ্রিকার বিভিন্ন দেশের জন্য ২২৫ কোটি টাকা বরাদ্দ করেছে ভারত সরকার।

About The Author