Budget 2025: আয়করে বিরাট ছাড়! বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর

বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর। আয়করে বিরাট ছাড়। ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও আয়কর (Income Tax) দিতে হবে না। ঘোষণা অর্থমন্ত্রীর। এ দিন বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, আগে ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও আয়কর দিতে হত না। এবার সেই সীমা বাড়িয়ে ১২ লক্ষ টাকা করা হল। অর্থাৎ ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না আয়কর। ১২ লক্ষ ১ টাকা আয় থেকে আয়কর দিতে হবে।

নতুন কর কাঠামো অনুযায়ী-

০ থেকে ৪ লক্ষ টাকা পর্যন্ত আয়ে- কোনও কর নেই।

৪ থেকে ৮ লক্ষ টাকা পর্যন্ত আয়ে  – ৫ শতাংশ

আয়কর ৮ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে – ১০ শতাংশ

আয়কর ১৬ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত আয়ে – ২০ শতাংশ

আয়কর ২০ থেকে ২৪ লক্ষ টাকা পর্যন্ত আয়ে – ২৫ শতাংশ

আয়কর ২৪ লক্ষ টাকার উপরে আয়ে – ৩০ শতাংশ আয়কর

 

About The Author