Abhishek Banerjee: ‘কুম্ভে অন্তত ১০০ মৃত্যু! গঙ্গাসাগর থেকে যোগীর শিক্ষা নেওয়া উচিৎ’

কুম্ভের ‘অব্যবস্থা’ নিয়ে দিল্লি রওনার আগে সুর চড়ালেন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, কুম্ভে অব্যবস্থার জন্য অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। আসল তথ্য লুকিয়েছে প্রশাসন। পাশাপাশি, বাংলার গঙ্গাসাগর মেলার ব্যবস্থা কেমন ছিল সেই থেকে যোগীর শিক্ষা নেওয়া উচিৎ বলেও মন্তব্য করলেন অভিষেক।

এদিন, দিল্লি রওনা হওয়ার আগে এমন মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবশ্য, কুম্ভ নিয়ে প্রথম সুর চড়ান রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই শাসক দলের প্রায় সব নেতার গলায় একই সুর। বাদ যাননি অভিষেকও। তবে তাঁর দাবি, যোগী রাজ্যে কুম্ভ মেলায় অব্যবস্থার জেরে অন্তত শ’খানেক লোক মারা গেছেন।

অবশ্য এই নিয়ে বিজেপিও পাল্টা তোপ দেগেছে। তাদের কথায়, কোথায় গঙ্গাসাগর আর কোথায় কুম্ভ। লক্ষ মানুষের সমাগম সামলানো সহজ কথা। কুম্ভে কোটি কোটি মানুষের ভিড়ে এরকম কিছু ঘটলে তার জন্য উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। তবে এই নিয়ে রাজনীতি করছে বিরোধীরা, দাবি গেরুয়া শিবিরের।

About The Author