Jalpaiguri: কুম্ভ মেলার হুড়োহুড়িতে নিখোঁজ! পড়ে নিজে থেকেই ফিরলেন বাড়ি

বেলাকোবা: কুম্ভ মেলার হুড়োহুড়িতে পরিবারের থেকে হারিয়ে গেছিলেন রাজগঞ্জের মহিলা। নিখোঁজ থাকার পর নিজে থেকেই ফিরে এলেন বাড়িতে। বাড়িতে এসেই শোনালেন ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা।

কুম্ভে গিয়ে নিখোঁজ! এমন খবর প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই বাড়ি ফিরে এলেন রাজগঞ্জের শিকারপুর চা বাগানের হাটখোলা লাইনের বাসিন্দা ৫৫ বছর বয়সী ওই মহিলা। তিনি বলেন, ২৯ তারিখ মহাকুম্ভে স্বামীর সঙ্গে স্নান করার মুহূর্তে প্রবল এক ধাক্কাতে স্বামীর সাথে যোগাযোগ ছিন্ন হয়ে যায়। পরিবারের বাকি লোকেরা হাসপাতালে, পুলিশের কাছে খোঁজ না পেয়ে বাড়ির পথে রওনা দেন।

অন্যদিকে, মহিলা পুলিশের থেকে সহযোগিতা না পেয়ে স্টেশনে চলে আসেন। এরপর স্থানীয়দের সহযোগিতায় ট্রেন ধরে পাটনাতে চলে আসেন। সেখান থেকে অন্য ট্রেন ধরে নিউ জলপাইগুড়ি স্টেশনে বিকেল তিন নাগাদ পৌঁছান। এরপর এনজিপি হলদিবাড়ি ভায়া বেলাকোবা লোকাল ট্রেনে সন্ধ্যা ছটা নাগাদ বেলাকোবা রেল স্টেশনে নামেন।

যে টোটো করে ২৭ তারিখ বাড়ি থেকে রওনা দিয়েছিলেন সেই টোটো চালকেই পান বেলাকোবা স্টেশনে। সেই টোটো তে করে বাড়িতে ফিরে এসেছেন। বাড়ি ফিরে আসতে পাড়াতে প্রত্যেকেই খুশি এবং দুশ্চিন্তা মুক্ত বলে জানান তার বৌমা মিঠু রায় ও রেশমেইত। তিনি অভিযোগ করে বলেন, সেই রাজ্যের পুলিশ-প্রশাসনের থেকে কোনো সহযোগিতা পাাাননি। এলাকাবাসীদের কয়েক জন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। ট্রেনে অন্যান্য যাত্রীরা দারুণ সহযোগিতা করেছেন।

বাড়িতে উপস্থিত হয়ে বেলাকোবা ফাঁড়ির ওসি কেসাং টি লেপচা ফুলের স্তবক দিয়ে সম্বর্ধনা জানান। উপস্থিত হন বিধায়ক খগেশ্বর রায় তিনিও সংবর্ধনা দেন। বিজেপি জেলা কিষান মোর্চার সভাপতি নকুল দাস খবর পেয়ে উপস্থিত হন রেশমেইতদের বাড়িতে। সকালে নিখোঁজ বাড়িতে গিয়ে খোঁজখবর নেন বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী। রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার।

About The Author