‘রাজ্যে সরস্বতী পুজো হচ্ছে না, সেদিকে ধ্যান দিন; কুম্ভ নিয়ে পড়ে বলবেন’, মমতাকে খোঁচা শুভেন্দুর

শিলিগুড়ি: ‘রাজ্যে সরস্বতী পুজো হচ্ছে না, সেদিকে ধ্যান দিন, কুম্ভ নিয়ে পড়ে কথা বলবেন’, শিলিগুড়িতে এসে মুখ্যমন্ত্রীকে খোঁচা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

মহাকুম্ভ মেলায় হুড়োহুড়ির ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করছেন বলে তাঁর অভিযোগ। শুভেন্দু বলেন, এটা রাজনীতি করার সময় নয়। সনাতনীরা একসঙ্গে পুণ্যস্নান করছে। এই দেখে হয়ত তার হিংসে হচ্ছে। তার জন্যই এধরণের মন্তব্য করছেন।

এদিন শিলিগুড়ি বাগডোগরা বিমানবন্দরে নেমে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী আরও বলেন, নদিয়ার হরিণঘাটায় এক তৃণমূল নেতার কথায় সেখানে সরস্বতী পুজো হচ্ছে না, মুখ্যমন্ত্রীর আগে সেদিকে ধ্যাণ দেওয়া উচিত  তারপর কুম্ভ নিয়ে কথা বলুন।

প্রসঙ্গত, কুম্ভে স্নানে গিয়ে হুড়োহুড়ির ঘটনায় হতাহতের ব্যাপারে যোগী প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা। অব্যবস্থার অভিযোগ তুলে নিজের সোশ্যাল মিডিয়ায় সেই নিয়ে পোস্ট করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এই বিষয় নিয়েই কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী।

তিনি বলেন, এই সময় রাজনীতি না করে কেন্দ্রীয় সরকারের পাশে থাকা উচিত রাজ্য সরকারকে। অন্যদিকে, রাজ্য সরকারকে আরো একাধিক বিষয়ে কটাক্ষ করেন তিনি।

About The Author