মাঝ আকাশে বিমান-হেলিকপ্টার মুখোমুখি সংঘর্ষ, ১৮ জনের মৃত্যুর খবর

মাঝ আকাশে বিমানের সঙ্গে হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ!

আমেরিকান এয়ারলাইন্সের যাত্রীবাহী জেট বিমানের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের ধাক্কা লেগে সংঘর্ষ ঘটে। এখনও পর্যন্ত ১৮ জন যাত্রীর মৃত্যুর খবর মিলেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

মার্কিন ফেডেরাল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তরফে বিবৃতি জারি করে জানিয়েছে, রেগান বিমানবন্দরে যাওয়ার পথে পিএসএ এয়ারলাইন্সের একটি জেটের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে মার্কিন সেনার ব্ল্যাক হক হেলিকপ্টারের। রেগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে পোটোম্য়াক নদীতে ভেঙে পড়ে বিমানটি। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে।

মার্কিন সেনাও জানিয়েছে, তাদের একটি কপ্টার দুর্ঘটনায় জড়িয়েছে। জানা গিয়েছে, কানসাস থেকে জেট বিমানটি আসছিল। ওই বিমানে সর্বাধিক ৬৫ জন যাত্রী বহন করা যায়।

তবে দুর্ঘটনাগ্রস্ত বিমানে কতজন যাত্রী ছিলেন, তা এখনও জানা যায়নি। শেষ আপডেট অনুযায়ী, ১৮ জনের মৃত্যু হয়েছে বিমান দুর্ঘটনায়। পুলিশ ইতিমধ্যেই পোটোম্যাক নদীতে তল্লাশি ও উদ্ধারকাজ শুরু করেছে। রেগান বিমানবন্দরে আপাতত বিমান ওঠানামা স্থগিত রাখা হয়েছে।

About The Author