মহাকাশে সেঞ্চুরি হাঁকাল ISRO! জুড়ল নতুন পালক

মহাকাশে সেঞ্চুরি হাঁকাল ইসরো। বুধবার সকালে ইসরোর মুকুটে জুড়ল নতুন পালক।

এদিন সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে মহাকাশে পাড়ি দেয় ইসরোর জিএসএলভি রকেট। সঙ্গে নিয়ে যায় এনভিএস-০২ ন্যাভিগেশন স্যাটেলাইট। যা প্রায় আড়াই হাজার কেজি ওজনের স্যাটেলাইট। সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে জিএসএলভি-এফ১৫ রকেটটি মহাকাশে সফলভাবে উড়ে যাওয়ার পরই ইসরো লিখে ফেলে এক নতুন ইতিহাস। কারণ এই রকেটটি ছিল ইসরোর মহাকাশে পাড়ি দেওয়া ১০০ তম রকেট।

১৯৭৯ সালে ইসরো তার প্রথম রকেট মহাকাশে পাঠায়। তারপর নানা সময় নানা রকেট ইসরো পাঠিয়েছে মহাকাশে। এদিন ছিল সেই তালিকার শততম রকেট উৎক্ষেপণ। মহাকাশে রকেট পাঠানোর ক্ষেত্রে ১ থেকে ১০০-তে পৌঁছতে ইসরোর সময় লাগল ৪৬ বছর।

শুধু উত্তোলনই নয়, মহাকাশে পাঠানো কৃত্রিম উপগ্রহটিকে পূর্ব নির্ধারিত স্থানে প্রতিস্থাপিত করতেও সক্ষম হয়েছে ইসরো। এনভিএস-০২ ন্যাভিগেশন স্যাটেলাইটটি প্রতিস্থাপিত হয়েছে জিওসিঙ্ক্রোনাস ট্রান্সফার অরবিটে। তাদের তৈরি এই ইতিহাসের কথা সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিয়েছে ইসরো।

মহাকাশ বিজ্ঞানে ভারতের প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক সাফল্যের মুকুটে এক নতুন পালক জুড়ে দিল ইসরোর এদিনের সাফল্য। ১৯৭৯ সালের ১০ অগাস্ট শ্রীহরিকোটা থেকে ভারত তার প্রথম রকেট ছোঁড়ে আকাশে। যা ছিল স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা এসএলভি। ৪৬ বছর পর ইসরো তার শততম রকেটটি পাঠাল আকাশে। লিখল ইতিহাস।

About The Author