ক্লাসরুমে অধ্যাপিকার সিঁথিতে সিঁদুর দিল প্রথম বর্ষের ছাত্র! ভিডিও ভাইরাল

ক্লাসরুমে দিদিমণির গলায় মালা পরাল এক ছাত্র! অধ্যাপিকা তথা বিভাগের প্রধানের গলায় মালা! সিঁথিতে সিঁদুরও দিলেন প্রথম বর্ষের ওই ছাত্র। ছবি তুললেন সহশিক্ষার্থীরা। এমনই একটি ভিডিও ভাইরাল হতেই ওই অধ্যাপিকাকে ছুটিতে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ভাইরাল ভিডিওতে, প্রথম বর্ষের এক পড়ুয়া বরের বেশে। হাসিমুখে তার থেকে নিজের গলায় মালা এবং সিঁথিতে সিঁদুর নিলেন বেনারসি পরিহিতা HOD অধ্যাপিকা। একেবারে বিয়ের সাজ। ছাত্র ও অধ্যাপিকার সেই মালাবদলের দৃশ্য মোবাইলে বন্দি করলেন অন্যান্য পড়ুয়ারা। এই ভিডিও নিয়েই ব্যাপক শোরগোল শুরু হয়েছে নদিয়ার হরিণঘাটার একটি কলেজের ক্যাম্পাসে। বিতর্ক শুরু হতেই ওই অধ্যাপিকে লিভে পাঠিয়েছে কর্তৃপক্ষ! প্রশ্ন, এই বিয়ে কি সত্যি না কি অভিনয়?

জানা গেল, হরিণঘাটার একটি কলেজের ক্যাম্পাসে ‘অ্যাপ্লায়েড সাইকোলজি’ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপিকা এবং প্রথম বর্ষের এক পড়ুয়ার সেই ভিডিও সত্যিকারের বিয়ে নয়। তবে কর্তৃপক্ষ এবং ওই ম্যাডাম বলছেন, এটি একটি প্রজেক্টের অংশ বা নাটকের অংশ। তবে ভিডিও দেখে প্রশ্ন তুলেছেন শিক্ষা মহলের লোকেরাই। এ আবার কেমন প্রজেক্ট!

জানা যাচ্ছে, ভিডিয়ো দেখে ওই বিভাগীয় প্রধানকে তড়িঘড়ি ছুটিতে পাঠিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রথম বর্ষের সেই পড়ুয়ারও খোঁজ মিলছে না। এই ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য বলেন, ‘ক্লাসরুমে তাঁর ওই আচরণের ব্যাখ্যা চাওয়া হয়। মৌখিক ভাবে উনি জানিয়েছেন, একটি প্রজেক্টের জন্য ক্লাসরুমে অভিনয় করেছিলেন।’

About The Author