মহাকুম্ভে স্নানের হুড়োহুড়িতে অঘটন! শোকপ্রকাশ মোদী-মমতার

মৌনি অমাবস্যায় মহাকুম্ভে পুণ্যস্নানের হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে অন্তত ১৫ জন মারা গিয়েছেন বলে দাবি প্রশাসনের। হতাহত মিলিয়ে অন্তত ৫০। সেই ঘটনায় এবার গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পাশাপাশি ব্যবস্থাপনার প্রশ্ন তুলে শোক প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা শুনে আমি ভীষণ দুঃখিত। সেখানে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। মৃতের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রয়েছে। একই সঙ্গে গঙ্গাসাগর মেলার প্রসঙ্গ পারেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, গঙ্গাসাগরের মত ব্যবস্থাপনা দরকার ছিল।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। যারা যারা নিজের পরিবারের সদস্যদের হারিয়েছেন তাদের প্রতি আমার গভীর সমবেদনা রইল। আহতদের যাতে দ্রুত শুশ্রূষা করা যায় সেই ব্যবস্থা করতে বলা হয়েছে স্থানীয় প্রশাসনকে। আর এই নিয়ে আমি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-এর সঙ্গে নিরন্তর যোগাযোগে রয়েছি।

প্রসঙ্গত, মৌনী অমাবস্যা উপলক্ষে মহাকুম্ভে আজ পুণ্য স্নানের হুড়োহুড়ি। কোটি কোটি ভক্ত সমাগম প্রয়াগরাজে। আর এর মধ্যে ঘটলো অঘটন। সংবাদমাধ্যম সূত্রে খবর, অতিরিক্ত ভিড়ের কারণেই পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। পদপিষ্ট হয়ে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে একটি সংবাদ মাধ্যমের দাবি। এই ঘটনায় ইতিমধ্যেই বার কয়েক উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-এর সাথে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জারি করা হয়েছে সতর্কতা। দূরের ঘাটে যেতে না করেছে প্রশাসন। প্রয়াগরাজের ত্রীবেণী সঙ্গম ঘাটে বুধবার ভোর রাতে দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। আহতদের উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে দাবি।

About The Author