পুণ্য স্নানের হুড়োহুড়ি! মহাকুম্ভে পদপিষ্ট হয়ে আহত ৩০, অন্তত ১৪ জনের মৃত্যুর আশঙ্কা

মৌনী অমাবস্যা উপলক্ষে মহাকুম্ভে আজ পুণ্য স্নানের হুড়োহুড়ি। কোটি কোটি ভক্ত সমাগম প্রয়াগরাজে। আর এর মধ্যে ঘটলো অঘটন। সংবাদমাধ্যম সূত্রে খবর, অতিরিক্ত ভিড়ের কারণেই পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। পদপিষ্ট হয়ে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে একটি সংবাদ মাধ্যমের দাবি। এই ঘটনায় ইতিমধ্যেই বার কয়েক উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-এর সাথে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জারি করা হয়েছে সতর্কতা। দূরের ঘাটে যেতে না করেছে প্রশাসন। প্রয়াগরাজের ত্রীবেণী সঙ্গম ঘাটে বুধবার ভোর রাতে দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। আহতদের উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে দাবি।

বুধবার ত্রিবেণী সঙ্গমে ‘অমৃত স্নান’ করতে জড়ো হয়েছিলেন কোটি কোটি পুণ্যার্থীরা। সকাল থেকেই প্রয়াগরাজে ভিড় আরও বাড়তে থাকে। প্রশাসনের তরফে বার বার ঘোষণা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। অতিরিক্ত ভিড়ের চাপে মেলাপ্রাঙ্গণের অনেক ব্যারিকেড ভেঙে গিয়েছে। ভোররাতে পদপিষ্টের ঘটনা ঘটেছে বলে খবর। বহু মানুষ আহত হয়েছেন বলেই জানা গিয়েছে। অনেকেরই, বিশেষ করে মহিলাদের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। সঙ্গে সঙ্গে অ্যাম্বুল্যান্স নিয়ে আসা হয় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আখাড়াগুলিতে পূণ্যস্নান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। কুম্ভে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতির খবর পেয়েই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৌনি অমাবস্যা উপলক্ষেই পূণ্যস্নান করতে মহাকুম্ভে ব্যাপক জনসমাগম হয়েছে। ভিড়ের চাপেই পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয় ত্রিবেণীতে। বহু পূণ্যার্থী আহত হন, অনেকে আবার ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন। কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন বলেই খবর। অসমর্থিত সূত্রে দাবি, ১০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আচমকা ধাক্কাধাক্কি শুরু হওয়ায় ভিড়ের মধ্যে আটকে পড়েন অনেকে।

About The Author