বিশ্বের বৃহত্তম আধ্যাত্মিক উৎসব ‘মহাকুম্ভ মেলা’, মহাকাশ থেকে ঠিক এমন দেখায়!

মহাকাশ থেকে কুম্ভ মেলার ছবি দেখালেন নাসার এক আন্তর্জাতিক মহাকাশচারী। ইতিমধ্যেই নেট মাধ্যমে ভাইরাল হয়েছে ছবি দুটি।

মহাকাশচারী ডোনাল্ড পেটিট এই মুহূর্তে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রয়েছেন। সেখান থেকে মহা কুম্ভ মেলার ছবি তুলেছেন তিনি। পরে তিনি সেগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এই সম্পর্কিত ছবি পোস্ট করার সময়, তিনি লিখেছেন যে বিশ্বের বৃহত্তম মানব সমাবেশ, মহা কুম্ভ মেলা, রাতে মহাকাশ স্টেশন থেকে আলোকিত হচ্ছে। বর্তমানে এই ছবিগুলো ভাইরাল হয়েছে।

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে সবচেয়ে বড় আধ্যাত্মিক উৎসব মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে। সারা বিশ্ব থেকে ভক্ত ও পর্যটকরা এই অনুষ্ঠানে ভিড় জমাচ্ছেন। কোটি কোটি ভক্ত ইতিমধ্যেই ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করেছেন। এই অনুষ্ঠানটি ১৩ জানুয়ারি থেকে পরবর্তী ৪৫ দিনের জন্য অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠান শেষ হওয়ার আগে অন্তত ৪০ কোটি মানুষ এই মহা কুম্ভ মেলায় যোগ দিয়ে ফেলবেন বলে আশা করা হচ্ছে।
https://x.com/astro_Pettit/status/1883613984563355783

About The Author