কোচবিহার: দিনহাটার ভারত বাংলাদেশ সীমান্তের ঝিকরি গ্রামে ‘পাকিস্তান’ লেখা মর্টার সেল উদ্ধার।
জানা গেল, মঙ্গলবার সকালে স্থানীয় এক কৃষক জমিতে ধানের বীজতলা তৈরির জন্য মাটি খুড়ছিল। সেসময় তিনি মর্টারটি দেখতে পান। পরবর্তীতে যাতে এলাকার মানুষের কোনও ক্ষতি না হয় তাই বিএসএফ সেই জায়গাটিকে সংরক্ষিত রাখে।
পুলিশের প্রাথমিক ধারনা, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনা সেটি ব্যবহার করেছিল।
বুধবার সকালে বিন্নাগুড়ি আর্মি ক্যাম্প থেকে বোম স্কোয়াডের টিম এসে উদ্ধার মর্টার সেলটি নিষ্ক্রিয় করে। এদিন মর্টার সেলটি নিষ্ক্রিয় করার সময় সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র, বিএসএফ ও আর্মির আধিকারিকরা। তবে দিনহাটার সীমান্তে পাকিস্তানি মর্টার সেল উদ্ধারের ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।