ধারের টাকা শোধ করতে না পেরে ‘ছিনতাইয়ের নাটক’, ধৃত ব্যবসায়ী

জলপাইগুড়ি: ধারের টাকা শোধ করতে না পেরে ছিনতাইয়ের নাটক সাজালেন এক ব্যবসায়ী। অনেকের কাছেই ধার করেছিলেন, কিন্তু ফেরাতে না পারায় তাঁর এক বন্ধুকে টাকার লোভে কাজে লাগিয়ে ছিনতাইয়ের নাটক। আগ্নেয়াস্ত্র দেখিয়ে ৩ লক্ষ টাকা ছিনতাই করেছে দুষ্কৃতি, এমন অভিযোগ নিয়ে থানায় গেলেন ব্যক্তি। তবে পুলিশের তদন্তে উঠে আসে সত্যি ঘটনা।

ছিনতাই কারী ওই ব্যক্তিরই বন্ধু। টাকার লোভে এই প্ল্যানে সামিল হন তিনিও। পুলিশ নাটক ধরে ফেলতেই ওই ব্যবসায়ী স্বীকার করে নিলেন পুরোটাই সাজানো। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ির বানারহাটে। অভিযুক্তের নাম সমির সরকার। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খান্ডাবাহাল প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার বিকেলে ওই ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সাড়ে ৩ লক্ষ টাকা ছিনতাই করা হয়, এরকম একটি FIR করা হয় বানারহাট থানায়। কিন্তু তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। সেই ফুটেজ দেখে পুলিশের সন্দেহ হয়। কারন আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাইয়ের অভিযোগ করলেও আগ্নেয়াস্ত্র দেখা যায়নি। আর ভিডিও দেখা যায় খুবই কাচা নাটক করা হয়েছে ছিনতাইয়ের। এরপরই অভিযোগকারীকে চেপে ধরতেই বেরিয়ে পড়ে সত্যিটা।

জলপাইগুড়ির ব্যবসায়ী সমীর সরকার চাপে পড়ে স্বীকার করে নেন, ভুয়ো ছিনতাইয়ের নাটক করা হয়েছে। বুধবার ওই ব্যবসায়ীকে মিথ্যা অভিযোগ জানানোর জন্য গ্রেফতার করা হয়েছে।পাশাপাশি গ্রেফতার করা হয়েছে তার বন্ধুকেও। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার জানান তাদের জলপাইগুড়ি থেকেই গ্রেফতার করা হয়। আগামীকাল জলপাইগুড়ি আদালতে তোলা হবে। কেন এরকম নাটক করলো ওই ব্যবসায়ী? এনিয়ে জেলা পুলিশ সুপার জানান প্রাথমিক তদন্তে জানা গেছে ওই ব্যবসায়ী অনেকের কাছে ঋণ নিয়ে ছিলেন এবং তার কাছে একটি সিগারেট কোম্পানি কিছু টাকা পায়। তাদের টাকা দেওয়া থেকে এড়াতে ছিনতাইয়ের নাটক করেছিলেন।

About The Author