সলমন খানের পরে এ বার শাহরুখ খান। বলিউডের ‘বাদশা’ পেলেন খুনের হুমকি। বৃহস্পতিবার সেই মর্মে অভিযোগ দায়ের হয়েছে মুম্বইয়ের বান্দ্রা থানায়। জানা গেল, রায়পুর থেকে হুমকি বার্তা পেয়েছেন কিং খান। ফইজান নামের এক ব্যক্তির তরফ থেকে সেই হুমকি ফোন আসে। ইতিমধ্যেই মুম্বই পুলিশ একটি মামলা দায়ের করে পুলিশের একটি দল ছত্তিশগড় পৌঁছেছে। এই নিয়ে আরও এক বলিউড তারকা খুনের হুমকি পেলেন। কে বা কারা এর নেপথ্যে রয়েছে, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। কিন্তু বিগত কিছুদিন ধরে যেভাবে মায়ানগরীকে নিশানা করা হচ্ছে, আর তা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে।
প্রসঙ্গত, গত কয়েক বছরে বেশ সক্রিয় হয়ে উঠেছে বিশ্নোই গ্যাং। পঞ্জাবের গায়ক সিধু মুসেওয়ালাকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়ার পরই খবরের শিরোনামে উঠে আসে তারা। সেই থেকে একাধিক শিল্পী তাদের থেকে হুমকি পেয়েছেন। গত কয়েক বছর ধরে লাগাতার সলমনকে খুনের হুমকি দিয়ে চলেছে তারা। এমনকি সলমনের বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলিও চালায় তারা। গত ১২ অক্টোবর মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকিও আততায়ীদের গুলিতে মারা যান।
বাবা সিদ্দিকি এবং তাঁর পরিবারের লোকজন সলমনের ঘনিষ্ঠ বলে পরিচিত। বাবা সিদ্দিকি খুন হওয়ার পর, তার দায় স্বীকার করে বিশ্নোই গ্য়াং। সলমন ঘনিষ্ঠ বলেই বাবা সিদ্দিকিকে প্রাণ খোয়াতে হল বলে দাবি করে তারা। শুধু তাই নয়, সলমনের পাশে দাঁড়াবেন যাঁরা, তাঁদের সকলেরই একই পরিণতি হবে বলে হুমকি দেওয়া হয়। বাবা সিদ্দিকির ছেলে, মহারাষ্ট্রের বিধায়ক জিশান সিদ্দিকিও খুনের হুমকি পেয়েছেন ইতিমধ্যে। এবার শাহরুখ খুনের হুমকি পেলেন। শাহরুক এবং সলমনের বন্ধুত্ব সর্বজনবিদিত। সেই জন্যই তাঁকে হুমকি দেওয়া হল কি না, প্রশ্ন উঠছে। তবে গোটা ঘটনায় সরকার এবং প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। গুজরাতের জেলে বন্দি লরেন্স, জেল থেকে কী করে গ্য়াং চালাচ্ছে, ভিডিও মাধ্যমে কী করে বার্তা দিচ্ছে, উঠেছে প্রশ্ন।
About The Author
২০১৫ সালে রাজগঞ্জ ব্লকে প্রথমবারের জন্য ফেসবুক পেজের মাধ্যমে খবর প্রকাশিত হল। এলাকায় ডিজিটাল মাধ্যমে খবর প্রচারের সেই শুরু। প্রথমে এই উদ্যোগের নাম রাখা হল, রিজিওনাল নিউজ অন ফেসবুক। পরে তা একটু পরিবর্তন করে রিজিওনাল নিউজ ফিড অর্থাৎ RNF নাম রাখা হল। রাজগঞ্জ ব্লকে সামাজিক মাধ্যমে তথা ডিজিটাল মাধ্যমে খবর প্রচারের কাজ শুরু হল দেবজিৎ সরকারের হাত ধরেই।