অদ্ভুত দর্শন ছাগলছানাকে ঘিরে চাঞ্চল্য রাজগঞ্জে

রাজগঞ্জ: মাথায় বিরাট চোখের মত গঠন, সামনে জিভ বেরিয়ে আসছে। এমন অদ্ভুত দেখতে একটি ছাগল ছানাকে ঘিরে শোরগোল পড়ে ভারত-বাংলাদেশ সীমানা লাগোয়া রাজগঞ্জের কুকুরজান অঞ্চলের সর্দারপাড়া গ্রামে। এলাকায় বিরল দর্শন সেই ছাগল ছানাকে দেখতে ভিড় জমান কৌতূহলী মানুষ।

সরদারপাড়া গ্রামের বাসিন্দা ছাগলের মালিক সামাদ আলি জানান, দশমীর রাতে তাঁর একটি ছাগল চারটি শাবকের জন্ম দিয়েছিল। তিনটি সুস্থ সবল হলেও একটির দশা এমন। লোকজন বলছেন, শরীরটা ঠিকই আছে কিন্তু মাথা যেন ছাগলের মত না। অনেকটাই মানুষরুপী দানব সাইক্লপসের মত। যার সামনে একটি বিরাট চোখ রয়েছে। গ্রামবাসীদের অনেকেই যুক্তি দিয়ে নিজেদের মনকে বোঝাতে পারছেন না কিভাবে এমনটা হল। কেউ আবার বলছেন এটা হয়তো কোনও অলৌকিক ঘটনা! স্থানীয়রাও দেখে শুনে বলছেন, এমন ঘটনা তো আগে দেখেননি। তবে বাচ্চাটি নিজে থেকে কিছুই খেতে পারছিল না। তাই জন্মাবার দু’দিনের মধ্যেই ছাগল ছানাটির মৃত্যু হয়।

এ ব্যাপারে জলপাইগুড়ি সায়েন্স ও নেচার ক্লাবের সম্পাদক তথা বিজ্ঞানের অধ্যাপক ডঃ রাজা রাউত বলেন, এই ঘটনা কোনও আশ্চর্যচকিত ব্যাপার নয়। মানুষের যেমন অনেক সময় প্রতিবন্ধী সন্তানের জন্ম হয়; ঠিক তেমনি পশু-পাখি বা ছাগলের ক্ষেত্রেও এমনটা হতে পারে। এক্ষেত্রে সম্ভবত মিউটেশনের ফলেই ওই ছাগলটি এমন ভাবে জন্ম নিয়েছে। তবে শারীরিক ত্রুটি থাকার কারণে জন্মের কয়েক ঘন্টা পরেই এদের মৃত্যু হয়। এই ঘটনাও ঠিক একই রকম।

About The Author