বিদ্যুৎস্পৃষ্ট গরুকে বাঁচাতে গিয়ে মৃত্যু হল একই পরিবারের চার জনের

জলপাইগুড়ি: বিদ্যুৎস্পৃষ্ট গরুকে বাঁচাতে গিয়ে মৃত্যু হল একই পরিবারের চার জনের। মৃতদের মধ্যে আড়াই বছরের এক শিশুও রয়েছে।

শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের টাকিমারি সংলগ্ন এলাকায়। মৃতদের নাম পরেশ দাস (৬০), দীপালি দাস(৫৫), মিঠুন দাস (৩২) ও আড়াই বছরের সুমন দাস।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হুকিং করে বাড়িতে বিদ্যুৎ সংযোগ করছিলেন পরেশ দাস। এদিন সন্ধ্যায় হুকিংয়ের তারের একটি দিক বাড়ির সামনে জমা জলে পড়েছিল। সেইসময় তাঁর ছেলে মিঠুন দাস গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। তখনই এমন কাণ্ড ঘটে।

গরুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাফাতে শুরু করে। তখন তাকে বাঁচাতে যান মিঠুন। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ছেলেকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে দৌড়ে আসেন পরেশ। বিদ্যুৎস্পৃষ্ট হন তিনিও। তাঁদের আওয়াজ শুনে বাড়ির ভিতর থেকে দৌড়ে আসেন পরেশের স্ত্রী দীপালি দাস। তাঁর কোলে ছিল আড়াই বছরের সুমন। তাঁরাও বিদ্যুৎস্পৃষ্ট হন।সেইসময় বাড়িতে ছিলেন না পরেশের মেয়ে। তাঁরই ছেলে আড়াই বছরের সুমন। ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। চারজন বিদ্যুৎস্পষ্ট হওয়ার খবর পেয়ে আসে ভোরের আলো থানার পুলিশ। দেহগুলি উদ্ধার করে শিলিগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। দু’দিন থেকে লাগাতার চলছে ঝড়বৃষ্টি ও বজ্রপাত। আর এই বৃষ্টির ফলে একাধিক জায়গায় জল জমতে শুরু হয়েছে।

About The Author