আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ৩,০০০ মেট্রিক টন ইলিশ পাঠাচ্ছে বাংলাদেশ

দুর্গাপুজোর আগেই বাংলাদেশ থেকে তিন হাজার মেট্রিক টন ইলিশ আসছে এদেশের বাজারে। শনিবার বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানিয়েছে গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রক।

ভারতে ইলিশ রফতানি বন্ধ রেখেছিল বাংলাদেশ। জানানো হয়েছিল, অভ্যন্তরীণ চাহিদার কারণেই এই সিদ্ধান্ত। নেপথ্যে অন্য কোনও কারণ নেই। শনিবার বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক জানাল, দুর্গাপুজোর আগে তিন হাজার মেট্রিক টন ইলিশ পাঠানো হচ্ছে। বিজ্ঞ্প‌তিতে প্রকাশ, ভারতের ‘ফিশ ইম্পোর্টাস অ্যাসোসিয়েশন’-এর তরফে আবেদন জানানো হয়েছিল। ভারতের যে সকল ব্যবসায়ীরা মাছ আমদানির জন্য আগে আবেদন করেছিলেন, তাঁদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তবে নতুন করে যাঁরা আবেদন করতে চান, তাদের আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

About The Author