Anubrata Mondal: পুজোর আগেই বীরভূমে ফিরছেন ‘কেষ্ট’! গরু পাচার মামলায় জামিন

গরু পাচার মামলায় জামিন পেলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে ১০ লক্ষ টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর হয়েছে। এর আগে সিবিআইয়ের মামলায় জামিন পেয়েছিলেন অনুব্রত। এ বার ইডির মামলাতেও তাঁর জামিন মঞ্জুর হয়েছে।

পুজোর আগেই বীরভূমে ফিরবেন কেষ্ট। তিহাড় জেল থেকে তিনি মুক্তি পেতে চলেছেন বলে আদালত সূত্রে জানা গিয়েছে। কিছু দিন আগে তাঁর কন্যা সুকন্যা মণ্ডলও জামিন পেয়েছিলেন।

২০২২ সালের ১১ অগস্ট গরু পাচার মামলায় অনুব্রতকে গ্রেফতার করেছিল সিবিআই। পরে ২০২৩ সালে ওই মামলাতেই তাঁর কন্যাকে গ্রেফতার করে ইডি। তারপর তিহাড় জেলে ঠাঁই হয়েছিল বাবা-মেয়ের। কদিন আগে মেয়ে সুকন্যার জামিন হয়েছে। সম্প্রতি সিবিআইয়ের করা মামলাটিতে সুপ্রিম কোর্ট থেকে অনুব্রত জামিন পেয়েছিলেন। কিন্তু ইডির মামলায় তাঁকে জেলে থাকতে হচ্ছিল। শুক্রবার সেই মামলাতেও জামিন মিলল।

About The Author