ঔপনিবেশিকতার চিহ্ন মুছে ফেলতে এবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী ‘পোর্ট ব্লেয়ার’-এর নাম বদলে ফেলল কেন্দ্র সরকার। আগের নামের পরিবর্তে ‘শ্রী বিজয় পুরম’ নামকরণ করা হয়েছে মোদী সরকারের তরফে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমাজমাধ্যম এক্সে লিখেছেন, ‘দেশ থেকে ঔপনিবেশিকতার চিহ্ন মুছে ফেলার স্বপ্ন মোদীজির, সেই লক্ষ্যে আমরা পোর্ট ব্লেয়ারের নাম পাল্টে ‘শ্রী বিজয় পুরম’ করার সিদ্ধান্ত নিয়েছি। আগে যে নামটি ছিল, তাতে ঔপনিবেশিকতার ছাপ ছিল।
‘শ্রী বিজয় পুরম’ নামটি দেশের স্বাধীনতা সংগ্রামের ফলে অর্জিত জয় এবং এই সংগ্রামে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অনন্য ভূমিকার কথা মনে করাবে।
প্রসঙ্গত, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নৌবাহিনীর উচ্চপদস্থ আধিকারিক ক্যাপ্টেন আর্চিবল্ড ব্লেয়ারের নামে পোর্ট ব্লেয়ারের নামকরণ করা হয়েছিল। শাহ জানান, প্রাচীন শ্রী বিজয় সাম্রাজ্যের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান জানাতেই ‘শ্রী বিজয় পুরম’ নামটি বেছে নিয়েছে কেন্দ্রীয় সরকার।
পোর্ট ব্লেয়ারের নাম বদল প্রসঙ্গে শাহ আরও বলেন, ‘সেখানে প্রথম ভারতের তেরঙা পতাকা উত্তোলন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এখানকার সেলুলার জেলে বন্দি ছিলেন দেশের স্বাধীনতার জন্য লড়াই করা বীর সাভারকরজিসহ অন্য স্বাধীনতা সংগ্রামীরা।’