কলকাতা পুলিশের সিপি পদত্যাগ করতে গিয়েছিলেন, কিন্তু সামনে পুজো, তাই ফেরান মুখ্যমন্ত্রী

কলকাতা: আরজি কর নিয়ে টানা আন্দোলনে বেজায় অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। কলকাতা পুলিশের সিপি সাতদিন আগে পদত্যাগের আবেদন নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন। সোমবার প্রশাসনিক বৈঠক থেকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বেশ কয়েকজনের পদত্যাগ দাবি করেছেন আন্দোলন কারি ডাক্তারেরা।

সেই কথা জানিয়ে মমতা বলেন, ‘পুলিশ কমিশনার নিজে এসেছিলেন আমার কাছে পদত্য়াগ করার জন্য। কিন্তু সামনে পুজো। ল’ অ্যান্ড অর্ডারটা বড় বিষয়। যিনি দায়িত্বে থাকবেন, তাঁকে তো বিষয়টা জানতে হবে। সামনে পুজো। আর কিছুদিন ধৈর্য ধরলে কী হয়?’ পুজোর আগে সিপি বদলের সম্ভাবনা যে কার্যত নেই, সোমবার সে ইঙ্গিতই শোনা গেল মুখ্যমন্ত্রীর বক্তব্যে। আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা তুলে ধরে মমতা বলেন, সবকিছুর জন্যই ধৈর্য ধরতে হয়।

About The Author