রাজগঞ্জ: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের পরীক্ষায় ফিজিওলজি অনার্স বিভাগে সম্ভাব্য সেরা হয়েছে রাজগঞ্জের অদ্রিজা কুন্ডু।
মঙ্গলবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ষষ্ঠ সিমেস্টারের ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফল অনুযায়ী শিলিগুড়ি কলেজের ছাত্রী অদ্রিজা ফিজিওলজি বিভাগে টপ করেছে।
রেজাল্ট হাতে না পেলেও অনলাইন মারফত প্রাপ্ত মার্কশিট অনুযায়ী, অদ্রিজার প্রাপ্ত নম্বর ৯৫ শতাংশেরও বেশী। যা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কলেজগুলির মধ্যে সেরা।
এই নিয়ে গর্ব প্রকাশ করেছেন শিলিগুড়ি কলেজের ফিজিওলজি বিভাগের এইচওডি ডক্টর প্রবীর কুমার মান্না। তিনি বলেন, বরাবরই শিলিগুড়ি কলেজে তার বিভাগ থেকে ভালো রেজাল্ট হয়। এবারে অদ্রিজাই সম্ভবত ইউনিভার্সিটি সেরা।
রাজগঞ্জের বাবুপাড়ায় কুণ্ডু বাড়িতে খুশির পরিবেশ। বাবা সন্দীপ কুণ্ডু শিলিগুড়িতে একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। মা অরুনা কুণ্ডু রাজগঞ্জ এম এন হাই স্কুলে জীবনবিজ্ঞানের পার্শ্বশিক্ষিকা।
ছোট বোন সৃজনা কুন্ডু, সেও শিলিগুড়ি কলেজে ফিজিক্স অনার্স নিয়ে পড়াশোনা করছে। বড় মেয়ে অদ্রিজার এমন নজর কাড়া সাফল্যে মারাত্মক খুশি পরিবার এবং আত্মীয়রা। অদ্রিজা আগামীতে আরও পড়াশোনা করতে চায়। আগামীতে পছন্দের বিষয়ে কলেজে পড়াতে চায়।
অন্যদিকে, পড়াশুনার ফাঁকে বাড়িতেই আদরের পোষ্য বেড়ালের সঙ্গে সময় কাটে। সামাজিক মাধ্যমে খুব একটা সময় ব্যয় করে না অদ্রিজা। অদ্রিজার বাবা-মাও মেয়ের উপর কোন কিছুই জোর করে চাপিয়ে দিতে চান না। তাদের কথায় মেয়ে যা চাইবে তাই করবে। ছোট মেয়েও নিটের প্রস্তুতি নিচ্ছে। রাজগঞ্জের বাবুপাড়ায় কুন্ডু দম্পতি তার দুই ধন্যি মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের আশা দেখছেন।