ভারত-বাংলাদেশের ম্যাচ নিয়ে হাসিনাকে শুভেচ্ছা মোদীর, তিস্তা নিয়েও সবুজ সংকেত

একেই বলে একদিকে দোস্তি, তো অন্যদিকে কুস্তি! দুই দেশের প্রধানমন্ত্রী যখন দিল্লিতে মিত্রতা উদযাপনে ব্যস্ত, তখন ক্রিকেট বিশ্বকাপের মহারনে সম্মুখ সমরে, ভারত-বাংলাদেশ।

শনিবার দিল্লিতে দুই দেশের প্রধানমন্ত্রী, হাসিনা এবং মোদী দ্বিপাক্ষিক বৈঠক সারলেন। মোদীকে বাংলাদেশে আসারও আমন্ত্রণ জানিয়ে দিলেন হাসিনা। অন্যদিকে, আজই পরস্পরের বিরুদ্ধে মাঠে নামল দুই দেশ। মহারনে কে জেতে সেটাই এখন দেখার। সেই বিষয় মাথায় রেখে, প্রধানমন্ত্রী মোদি বিশ্বকাপের ম্যাচের জন্যও ভারত ও বাংলাদেশ উভয় ক্রিকেট দলকেই আগাম শুভেচ্ছা জানিয়েছিলেন।

তিস্তা চুক্তি নিয়েও সদর্থক বার্তা দিয়েছেন মোদি। তারপরই ভাই নরেন্দ্র মোদীকে দাওয়াত দিলেন হাসিনা।

মোদী তৃতীয় বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর, হাসিনাই প্রথম রাষ্ট্রপ্রধান, যিনি সরকারি সফরে ভারতে এলেন। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হল শেখ হাসিনার। বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর হয়েছে দুইপক্ষে। প্রধানমন্ত্রী হাসিনাও ভারতের প্রধানমন্ত্রী মোদীকে বাংলাদেশে আসার আমন্ত্রন জানালেন। সেই সঙ্গে দুই দেশের বন্ধুত্বের বিষয়টিও উল্লেখ করেন। কিভাবে বাংলাদেশকে স্বাধীনতা দিতে সাহায্য করে ভারত, সেই কথা স্মরণে আনেন তিনি।

 “শনিবার মোদী-হাসিনা বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌথ প্রেস বিবৃতিতে ঘোষণা করেছেন যে ভারতে চিকিৎসা করাতে আসা বাংলাদেশীদের সুবিধার্থে ভারত একটি ই-মেডিকেল ভিসা পরিষেবা চালু করবে। 

About The Author