অবাক কাণ্ড! ৫ তারিখে ভোর ৫ টায় ৫ কন্যার জন্ম দিলেন মহিলা

ইসলামপুর: ৫ তারিখ ভোর ৫ টায় একসঙ্গে ৫ শিশুকন্যার জন্ম দিলেন এক মহিলা। এক অবাক করা ঘটনার সাক্ষী থাকল ইসলামপুর শহর। রবিবার ৫ মে ভোর ৫টায় ওই প্রসূতিকে নার্সিংহোমে ভর্তি করানো হয়। প্রায় সঙ্গে সঙ্গেই ডেলিভারি। এরপরই পাঁচ কন্যার জন্ম দেন মহিলা। পরিবার যতটা না খুশি তার থেকেও বিস্মিত এমন কারিশ্মা সামনে থেকে দেখে। অবশ্য চিকিৎসকেরা আলট্রাসোনোগ্রাফি করিয়েই পাঁচ সন্তানের জন্মের কথা জানিয়ে দিয়েছিলেন। সেই মতই চলছিল নজরদারি। এদিন উত্তর দিনাজপুরের ইসলামপুর শহরের একটি নার্সিংহোমে পাঁচ শিশুর জন্ম হয়।

জানা গেল, বিহারের ঠাকুরগঞ্জ এলাকার বাসিন্দা জাভেদ আলমের স্ত্রী তাহেরা বেগম রবিবার ইসলামপুরের আমবাগান এলাকার ওই নার্সিংহোমে পাঁচ সন্তানের জন্ম দেন। চিকিৎসক জানাচ্ছেন, মা ও কন্যারা পুরোপুরি সুস্থ আছে। নার্সিংহোমে এসেছিলেন পাঁচ কন্যার দাদু জাহেদুর রহমান। তিনিও পাঁচ নাতনিকে দেখে খুবই খুশি। বলেন, ‘ওরা ভাল আছে, সুস্থ আছে। বাচ্চার মা-ও ভাল আছে। ভোর ৫টায় হাসপাতালে নিয়ে আসি। তখনই ডেলিভারি করানো হয়। ৫ তারিখ সকাল ৫টায় ভর্তি করানো হল। পাঁচটাই মেয়ে। খুব খুশি।’

About The Author