Rajganj: পুকুরে মিলল মানুষ সমান মাছ! পুজো দিলেন গ্রামবাসীরা

রাজগঞ্জ: ভারত-বাংলাদেশ সীমান্তঘেঁষা গ্রামের ঐতিহ্যবাহি পুকুর থেকে উদ্ধার হল বিশালাকার মাছ। সেই মাছ প্রায় একমানুষ লম্বা। ওজনেও প্রায় ৪০ কেজি। রাজগঞ্জের হুদুগছে ঘটল এমন কাণ্ড। ৫ দিন আগেই ওই পুকুরে স্নান করতে নেমে এক যুবকের মৃত্যু হয়েছিল। এরপরই ওই পুকুর থেকে বিরাট মাছ উঠে আসায় অলৌকিক ঘটনা মনে করে এলাকায় হইচই শুরু হয়ে গিয়েছে।

রবিবার দুপুরে স্থানীয় মহারাজা পুকুরে একটি বিরাট মাছ দেখা যায়। পরে সেটি মারা যায়। সেই খবর শুনে প্রচুর মানুষ ভিড় জমান পুকুরে। অনেকেই মাছটিকে দেখে ছবি তুলতে ভিড় করেন। দিনের আলো থাকা পর্যন্ত এলাকার প্রচুর মানুষ মাছটিকে দেখে গিয়েছেন।

স্থানীয়রা জানালেন, প্রথমটায় মাছটিকে বিক্রি করার কথা ছিল। পরে এলাকার এক মহিলার মাধ্যমে দেবতা মাছটিকে সমাধি দেবার নির্দেশ দিয়েছেন বলে দাবি। এই ঘটনাকে অনেকেই ভর ওঠা বলে থাকেন। জানা গেল, সন্ধ্যায় মাছটিকে পুজো দিয়ে মাটিতে জায়গা দেওয়া হয়েছে।

যদিও এই ঘটনায় বিজ্ঞান বলছে, তীব্র গরমে পুকুর থেকে প্রাপ্ত বয়স্ক মাছ মরে ভেসে ওঠে। এর পেছনে কোনও অলৌকিক ঘটনা নেই। তবে গ্রাম্য এলাকায় এমন ঘটনাকে কেন্দ্র সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেল, মাছটির নাম বিগহেড রজত রুই। এটি সাধারণত পুরনো পুকুরে পাওয়া যায়। তবে এখন অনেকেই এই মাছ চাষ করছেন। প্রসঙ্গত, এর আগেও ওই পুকুর থেকে বিরাট আকারের মাছ পাওয়া গিয়েছিল।

About The Author