গরমে স্বস্তি পেতে বন্ধুদের সঙ্গে পুকুরে স্নান করতে নেমে ঘটল মর্মান্তিক ঘটনা। রাজগঞ্জের ভদ্রেশ্বর পুকুরে স্নান করতে নেমে মৃত্যু হল এক যুবকের। বন্ধুদের সঙ্গে মজা করে পুকুর সাঁতরে পার হওয়ার চ্যালেঞ্জ নিয়েছিল বলেও জানা যাচ্ছে।
মঙ্গলবার বিকেলে ঘটল অঘটন। মৃতের নাম বিশ্বজিৎ রায় (২২)। রাজগঞ্জের কুকুরজান অঞ্চলের ডাকুয়াপাড়ার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেল, এদিন বিকেলে, বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে পুকুরে এসেছিল স্নান করতে। দলে তারা ৬-৭ জন ছিলেন। সবাই পালা করে স্নান সারছিল। বিশ্বজিৎ পুকুরে নেমে আর উঠে আসতে পারেনি বলে দাবি। পড়ে বাকিরা গিয়ে তাকে অচেতন অবস্থায় তুলে নিয়ে আসে। তড়িঘড়ি তাকে রাজগঞ্জ গ্রামিন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মৃতের এক বন্ধু জানাল, পুকুর সাঁতরে পার হওয়া নিয়ে একরকম আলোচনা হয়েছিল তাঁদের মধ্যে, সেই চেষ্টাই করতে গিয়েছিল কি না সন্দেহ। বন্ধুদের আরও দাবি, অল্প জল থেকেই যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। দুই বন্ধুকে নিজেদের জিম্মায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আইসি অনুপম মজুমদার জানান, তদন্ত চলছে।
হুদুগছের স্থানীয় পঞ্চায়েত গয়াচরন রায় বলেন, শুনেছি, এখানে কেউ স্নান করতে এসে পুকুরে ডুবে গিয়েছে। তবে অনেকেই বলছে, সাঁতরে পুকুর পার হওয়ার চেষ্টা করেছিল যুবক। এই ব্যাপারে মৃতের এক আত্মীয় জানান, বন্ধুদের সঙ্গে বেশকিছু জায়গায় ঘোরাঘুরি করে অবশেষে মহারাজা পুকুরে গিয়ে স্নানে নেমেছিল, তখনই এই ঘটনা ঘটে। ঘটনায় শোকের ছায়া ডাকুয়াপাড়ায়।