Jalpaiguri: ঝড়ে ক্ষতিগ্রস্ত‌দের সাহায্য মিলছে না, ক্ষোভ গ্রামবাসীদের

নেতারা আসছেন, রাজনীতি করছেন আর ফিরে যাচ্ছেন। কিন্তু ক্ষতিগ্রস্তদের উপযুক্ত সাহায্য মিলছে না। এমনই অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন ময়নাগুড়ির ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি।

রবিবার বিকেলের ঝড়ে ময়নাগুড়ির বার্নিশ এলাকায় প্রচুর বাড়িঘর এবং কৃষিজমি নষ্ট হয়েছে। ঘটনার পর অনেকেই এসেছেন, কিন্তু উপযুক্ত সাহায্য কিছুই মিলছে না বলে দাবি। গ্রামবাসীদের একাংশ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘নেতা-মন্ত্রীরা আসছেন, যাচ্ছেন। খাবার, ত্রিপল কিছুই মিলছে না। প্রশাসনের থেকে যে ত্রিপল দেওয়া হচ্ছে, তাও বাইরের লোক নিয়ে যাচ্ছে।’

এই ব্যাপারে জেলা প্রসাশন জানিয়েছে, উপযুক্ত ত্রান সামগ্রী গ্রামবাসীদের তুলে দেওয়ার চেষ্টা চলছে। এদিকে, ময়নাগুড়ির ঝড়ে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে এসে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন রাজ্যসভার সাংসদ নগেন রায় তথা অনন্ত মহারাজ। অনন্ত বলেন, এখন পর্যন্ত প্রশাসনের তরফে খাওয়ার ব্যবস্থা করা হয়নি।