ঝড়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে এসে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। বলেন, সামনে ভোট তাই রাতেই ছুটে গেছেন। মুখ্যমন্ত্রী কাজ কম, তু খিচ মেরি ফোটো বেশি করছেন। মালবাজারে হড়পা বানের সময় তো তাকে দেখা যায়নি! এমনভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সোমবার কলকাতা থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন তিনি। সেখান থেকে সড়কপথে মাথাভাঙ্গার উদ্দেশ্যে রওনা দেন। মাঝে জলপাইগুড়িতে ঝড়ে আহতদের সঙ্গে দেখা করেন। কিন্তু তার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন তিনি।
এদিকে, ঝড়ে ক্ষতিগ্রস্ত ময়নাগুড়ির কিছু এলাকা পরিদর্শন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রথমে তিনি জলপাইগুড়ির মেডিকেল কলেজ ও সুপার স্পেশালিটি হাসপাতালে আহতদের সাথে দেখা করেন। এরপর তিনি ময়নাগুড়ির বার্নিশ গ্রাম পঞ্চায়েত এলাকায় ঝড়ে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যান।
প্রসঙ্গত, রবিবার বিকেলে ৩টা নাগাদ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির বার্নিশ গ্রাম পঞ্চায়েত এলাকায় বিধ্বংসী ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়। জলপাইগুড়ি জেলায় চারজনের মৃত্যু হয়। প্রায় ২০০ জনের মতো আহত হয়েছে বলে জানা গেছে।