দ্বিতীয় দফায় বিজেপির প্রার্থী তালিকায় চমক! কোথায় কে দেখে নিন

২৭ মার্চ প্রথম দফার মনোনয়ন জমা দেবার শেষ দিন। হাতে সময় মাত্র ৩ দিন। এমন সময়ে অবশেষে বাংলার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। ৩টি বাদে বাংলার ২০টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হল।

এবারের তালিকায় চমক হিসেবে রয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নাম। সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তাপস রায় এবং অর্জুন সিংহের নামও রয়েছে তালিকায়।

এদিকে, জলপাইগুড়ি এবং দার্জিলিং লোকসভা আসনে আগের সাংসদেরাই প্রার্থী হিসেবে ভোটে লড়বেন।

বিজেপির এই প্রার্থী তালিকায় কোথায় কে? দেখুন

জলপাইগুড়ি – জয়ন্ত রায়

দার্জিলিং – রাজু বিস্তা

উত্তর কলকাতা – তাপস রায়

দমদম – শীলভদ্র দত্ত

ব্যারাকপুর – অর্জুন সিংহ

বর্ধমান দূর্গাপুর – দিলীপ ঘোষ

বর্ধমান পূর্ব – অসীম সরকার

মেদিনীপুর – অগ্নিমিত্রা পাল

রায়গঞ্জ – কার্তিক পাল

শ্রীরামপুর – কবীর শঙ্কর বোস

আরামবাগ – অরূপকান্তি দিগার

তমলুক – অভিজিৎ গঙ্গোপাধ্যায়

বসিরহাট – রেখা পাত্র

বারাসত – স্বপন মজুমদার

কৃষ্ণনগর – অমৃতা রায়

জঙ্গিপুর – ধনঞ্জয় ঘোষ

মথুরাপুর –উলুবড়িয়া – পাপিয়া অধিকারী

ঝাড়গ্রাম – প্রণব টুডু

বীরভুম – দেবাশিস ধর

About The Author