মুকেশ আম্বানির ছেলের প্রাক-বিয়েতে কেন নেই বিরাট? জেনে নিন

ছোট ছেলের প্রি-ওয়েডিংয়েই হাজার কোটি টাকা খরচ করলেন এশিয়ার ধনী ব্যবসায়ী মুকেশ আম্বানি। দেশ বিদেশের তাবড় তাবড় প্রভাবশালীরা হাজির সেই অনুষ্ঠানে। ফেসবুক কর্তা, বিল গেটস, বচ্চন থেকে শুরু করে তিন-খানকে এক মঞ্চে নাচিয়েও ছাড়লেন। দুনিয়ার প্রথম সারির গায়ক, নায়ক, খেলোয়াড়, সব মিলিয়ে চাঁদের হাট বসিয়েছে আম্বানি পরিবার। তবে এত বড় আয়োজনে সামিল হলেন এক জন বড় তারকা। তিনি হলেন, দুনিয়ার বিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি।

আম্বানি পুত্রের প্রাক বিয়ের অনুষ্ঠানে তিনি নেই কেন, সেই নিয়ে নানা জল্পনা আলোচনা নেট মহলে। অনেকের দাবি, মুকেশ আম্বানি সবাইকে টাকার জোরে আনাতে পারলেও বিরাটকে আনাতে পারেননি। কেউ বলছেন, বিরাটের স্বাভিমান টাকায় বিক্রি হয়না। বিরাট ভক্তদের বিরাট বিরাট যুক্তি। তবে আম্বানি পুত্রের প্রাক বিয়ের অনুষ্ঠানে কোহলির না আসার কারণ কিন্তু অন্য।

কদিন আগেই বিরাট জানিয়েছিলেন, তিনি দ্বিতীয়বার বাবা হতে চলেছেন। তাঁদের আরও এক সন্তান খুব শীঘ্রই দুনিয়ার আলো দেখতে চলেছে। সেই কারণে খেলা থেকেও সাময়িক বিরতি নিয়েছেন কিং কোহলি। একই কারণে গুজরাটের এত বড় অনুষ্ঠানেো সামিল হলেন না বিখ্যাত এই ক্রিকেটার। আরও জানা গেল, বিরাট এই মুহূর্তে তার স্ত্রী অনুষ্কা‌কে নিয়ে লন্ডনে রয়েছেন। তিনি এই মুহূর্তে নিজের দ্বিতীয় সন্তানের উর্দ্ধে‌ আর কাউকে সময় দিচ্ছেন না। স্বাভাবিক কারণেই মুকেশ আম্বানির ছেলের প্রাক বিয়েতে তিনি আসতে পারছেন না।

About The Author