শিলিগুড়ি: ব্যস্ত স্টেশনের মধ্যেই একদল পথ শিশু এবং ভবঘুরেদের সঙ্গে নিয়ে প্ল্যাটফর্মে বসে পড়লেন এক পুলিশ কর্মী। সমাজ যাদের তাচ্ছিল্যের নজরে দেখে, তাদের সঙ্গে বসে এই পুলিশ কর্মী যা করলেন, পথ চলতি মানুষ অবাক হয়ে দেখলেন সেই দৃশ্য। উপলক্ষ তাঁর ৪৩তম জন্মদিন। ইতিউতি ঘুরে বেড়ানো পথ শিশুদের ডেকে এনে তাদের সঙ্গে বসে খেয়ে, খাইয়ে নিজের জন্মদিন পালন করলেন ওই পুলিশ কর্মী। শিলিগুড়িতে নিউ জলপাইগুড়ি স্টেশনে ধরা পড়ল এক মানবিক ছবি।
কলকাতায় কাজের পাশাপাশি বছরের বেশিরভাগ সময়টাই সমাজসেবা করেই কাটান পুলিশকর্মী তথা বিধান নগরের বাসিন্দা বাপন দাস। নিজের জন্মদিনের বিশেষ দিনটিতেও তার অন্যথা হল না। বুধবার শিলিগুড়ি শহর লাগোয়া নিউ জলপাইগুড়ি স্টেশনে পথ শিশুরা বিশেষ করে যারা দিনরাত প্লাটফর্মে থেকে এটা সেটা কুড়িয়ে বেড়ায় সেই তাদের সঙ্গে বসেই কাটলেন জন্মদিনের কেক। পড়ে পাত পেরে খাওয়ালেন মাংস-ভাত। নিজেও খেলেন তাদের পাশে বসেই। মাংস ভাত, মিষ্টি খাইয়ে প্রত্যেকের হাতে হাতে চকোলেট, শিতের কাপড় ইত্যাদি নানান জিনিস তুলে দিলেন বাপনবাবু।
তবে এভাবে নিজের জন্মদিন উদযাপন কেন করলেন বাপনবাবু? তাঁর কথায়, ‘মানুষ মানুষের জন্য। সমাজের অনেক মানুষ খেতে পায় না, মানুষ তাদের তাচ্ছিল্যের নজরে দেখে। তারাও তো সমাজেরই অংশ। তাই জীবনের এই বিশেষ দিনে তাদের জন্য সামান্য প্রয়াস।’ পাশাপাশি এদিন হাসপাতালে গিয়ে রক্তও দান করেন তিনি। তার এই সম্পূর্ণ উদ্যোগে পাশে ছিলেন তার সমাজসেবী ভাইয়েরা।