রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে রহস্যজনক মৃত্যু যুবকের। বাইক দুর্ঘটনা মনে হলেও শরীরে আঘাতের চিহ্ন নেই। মানিব্যাগ থেকে টাকাও গায়েব। রাজগঞ্জের তালমা এলাকার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য।
শনিবার রাতে রাস্তার পাশে যুবককে নিঃসাড় অবস্হায় পড়ে থাকতে দেখেন বন্ধুরা। অ্যাম্বুলেন্স ডেকে দেরি হওয়ায় নিজেরাই ওই যুবককে ধরাধরি করে বেলাকোবা হাসপাতালে নিয়ে যান। সেখানেই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
মৃত যুবকের নাম রাজীব শর্মা (২৪)। রাজগঞ্জের কুকুরজান অঞ্চলের সাতখামার এলাকার বাসিন্দা। বেলাকোবা সংলগ্ন ফকিরঢিপে নিজের গ্যারেজ চালাত রাজীব। সহকর্মী এবং বন্ধুদের দাবি, শনিবার রাত সাড়ে ন’টা নাগাদ বাড়ি ফেরার পথে তালমায় বাইকের সঙ্গে কোনও এক গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু হয়েছে। তবে রাজীবের শরীরে আঘাতের চিহ্ন স্পষ্ট নয়। পাশাপাশি অভিযোগ, যুবকের পকেট থেকে টাকাও গায়েব। ঘটনার পর অ্যাম্বুলেন্স ডেকে দেরি হওয়ায় নিজেরাই ধরাধরি করে হাসপাতালে রওনা হয়েছিলেন বন্ধুরা। পরে বেলাকোবা গ্রামীণ হাসপাতালে যুবককে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
ঘটনার পর হাসপাতাল চত্বরে সাময়িক উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে সেখানে ছুটে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য সেই রাতেই জলপাইগুড়িতে নিয়ে যাওয়া হয়েছে।