রাজগঞ্জ: এবার দুয়ারে সরকার ক্যাম্পে হাজির হলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণ। কিন্তু সেখানে সাধারণ মানুষের দেখা নেই। অন্যদিকে বিডিও অফিসে সরকারি পরিষেবা পেতে ভিড় করছেন আমজনতা। তাঁদের অভিযোগ, কবে কখন কোথায় শিবির বসছে, তা তাঁদের জানা নেই।
সোমবার রাজগঞ্জ ব্লকের দুটি জায়গায় দুয়ারে সরকার শিবির হল। কিন্তু সেই শিবিরে একরকম ফাঁকাই বসে রইলেন সরকারি আধিকারিকরা। হালচাল দেখতে দুয়ারে সরকারে হাজির হলেন বিডিও প্রশান্ত বর্মণ। ঠিকঠাক কাজ হচ্ছে কি না তা ক্ষতিয়ে দেখতে সব টেবিল ঘুরে দেখলেন তিনি। সেই ফাঁকে এক বৃদ্ধার বার্ধক্য ভাতার ফর্ম ফিলআপ করে দিলেন। অন্য দিকে দুয়ারে সরকারের উল্টো ছবি দেখা গেল রাজগঞ্জ বিডিও অফিসে। সেখানে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ছে। ভিড়ের অনেকেই জানালেন, ‘কবে কোথায় দুয়ারে সরকার হয় জানি না, আর সময়ও পাইনা, তাই কাজ ছুটি করে কাগজ জমা দিতে বিডিও অফিসে এসেছি।’ রাজগঞ্জের বিডিও প্রচারের বিষয়টি দেখবেন বলে জানালেন।