কলকাতা: যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ, তারপরও ‘হকের চাকরি’ চেয়ে পথে বসে আন্দোলন করতে হচ্ছে। প্রতিবাদে মাথা কামালেন এক মহিলা চাকরিপ্রার্থী।
শনিবার চাকরিপ্রার্থীদের আন্দোলন ১০০০ দিনে পড়ল। স্কুলে নিয়োগের দাবিতে, ২০২১-এর মার্চ থেকে আন্দোলন করে চলেছেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা। লাগাতার অবস্থান-আন্দোলন চালাচ্ছেন। তবুও বের হচ্ছে না সমাধান সুত্র। এদিন, হকের চাকরি চেয়ে মাথা কামালেন পরীক্ষায় উত্তীর্ণ এক মহিলা চাকরিপ্রার্থী। তাঁদের দাবি, মেধাতালিকায় প্রত্যেকেরই নাম রয়েছে তারপরও একজন চাকরিপ্রার্থীরও চাকরি হয়নি। একাধিক সরকারি প্রতিশ্রুতি, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও উঠে আসেনি সমাধান সূত্র।