নয়াদিল্লি: কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন মুকুল রায়। সূত্রের খবর কয়লা মন্ত্রকের দায়িত্ব দেওয়া হতে পারে তাঁকে। ২০২১ বিধানসভা নির্বাচনের কথা মাখায় রেখে মুকুল রায়কে বড় পদ দিয়ে বাংলায় বার্তা দিতে চাইছে বিজেপি। মুকুল রায়কে কেন্দ্রীয় মন্ত্রী করে এক ঢিলে দুই পাখি মারতে চাইছে কেন্দ্র। একদিকে তৃণমূলের যোগ্য ব্যক্তিরা বিজেপিতে আসলে যেমন তাদের পদ দেওয়া হবে। অন্যদিকে মুকুল রায়ের মন্ত্রীর ইমেজকে কাজে লাগানো যাবে ২০২১ এর জন্য।
মুকুল রায়ের মন্ত্রীত্বের কথা শুনে রাজ্য বিজেপিতে তাঁর অনুগামীরা উজ্জীবিত। তাঁর এক ঘনিষ্ঠ নেতা দাবি করেছেন অমিত শাহ’র সভা শেষ করে দিল্লীর উদ্দেশ্যে রওনা দেবেন মুকুল রায়।
দিল্লিতে গিয়ে বিকেলেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করবেন তিনি। নিয়ম অনুযায়ী মুকুল রায়কে ছয় মাসের মধ্যে লোকসভায় বা রাজ্য সভায় নির্বাচনে জিতে আসতে হবে। কোন পদ্ধতিতে মুকুল রায় কে মন্ত্রী করা হবে তা এখনো জানা যায়নি।
তবে মুকুল রায়কে মন্ত্রী করে বিজেপি যে মাস্টার স্ট্রোক দিতে চলেছে, তা বলাই বাহুল্য।