শিলিগুড়ি: নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল বিস্কুট বোঝাই লরি। বিস্কুট কুড়োতে হুড়োহুড়ি পড়ল স্থানীয়দের। নয়ানজুলিতে উল্টে গিয়ে এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে বিস্কুটের অনেকগুলি প্যাকেট। গাড়ি উল্টে তাতে আগুন ধরে যায়। তবে সেই আগুন উপেক্ষা করেই বিস্কুটের প্যাকেট কুড়োতে থাকেন স্থানীয়দের একাংশ। সেই ছবি ধরা পড়ল সাংবাদিকের ক্যামেরায়। ফাঁসিদেওয়া থানার অন্তর্গত ফুলবাড়ি-ঘোষপুকুর বাইপাসে ঘটনাটি ঘটে। দুর্ঘটনার জেরে লরিতে আগুন ধরে যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত ১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। বিস্কুট বোঝাই লরিটি রাস্তার পাশে উল্টে যায় এবং তাতে আগুন লেগে যায়। এদিকে ঘটনার পরই লরিতে থাকা বিস্কুট লুট হয়ে যায়। বিস্কুট নিতে হুড়োহুড়ি পড়ে যায় মানুষের। উদ্ধার কাজের কথা দূরেই থাক। প্রশ্ন উঠছে, মানুষের বিবেকবোধ নিয়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফাঁসিদেওয়া থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ।