রাজগঞ্জ: জাতীয় সড়কের একপাশে ফাটাপুকুরের হতদশা, আরেকপাশে বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় নোংরা আবর্জনা জমে দূষিত হচ্ছে এলাকা। দুর্গন্ধ ছড়াচ্ছে চারদিকে। জাতীয় সড়কের পাশে যেন অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ড তৈরি হয়েছে। সমস্যা ভোগ করতে হচ্ছে স্থানীয় দোকানদার এবং বাজারের ব্যবসায়ীদের। সামনেই পানিকাউরি গ্রাম পঞ্চায়েত কার্যালয়। ব্যবসায়ীদের অভিযোগ বেশ কয়েকবার বলেও কোনও কাজ হয়নি।
রাজগঞ্জ ব্লকের ফাটাপুকুরে জাতীয় সড়ক সম্প্রসারণ হওয়ার পরেই এই সমস্যা দেখা দিয়েছে। আগে সেখানে দোকানপাট ছিল। এখন ফাঁকা জায়গায় বসতি এলাকার নোংরা আবর্জনা ফেলানো হচ্ছে। আনুষ্ঠানিকভাবে সেখানে নোংরা ফেলার জায়গা না করা হলেও দিনদিন সেখানে যেন অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হচ্ছে। জমে থাকা নোংরা আবর্জনায় মুখে দিচ্ছে পশুপাখিরা, নোংরা ছড়িয়ে পড়ছে যেখানে সেখানে। এই বিষয়ে এলাকার ব্যবসায়ীরা বলেন, দুর্গন্ধের মধ্যেই দোকানপাট চালাতে হচ্ছে। অসুবিধার কথা প্রশাসনকে জানানো হয়েছিল। এবারে নতুন প্রধান এসেছে, উদ্যোগ নিলে সবার সুবিধা। এই ব্যাপারে পানিকাউরি অঞ্চলের প্রধান পাপিয়া সরকার বলেন, বিডিওর সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা করা হবে।