পনোতি! বিশ্বকাপে হারের পর স্টেডিয়ামে মোদী-শাহকে দুষলেন বিরোধীরা

বিশ্বকাপের স্বপ্নভঙ্গ ভারতের! অঘটনের জন্য নরেন্দ্র মোদী এবং তাঁর সঙ্গে স্টেডিয়ামে বসে থাকা অমিত শাহকে ‘পনোতি’ বলে খোঁচা দিলেন নেটিজেনরা।

রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অঘটনের জন্য নরেন্দ্র মোদীকেই দায়ী করলেন বিরোধীরা। নেট মাধ্যমে প্রধানমন্ত্রী এবং তাঁর সঙ্গে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘পনোতি’ বলে খোঁচা দিলেন বিরোধীদের একাংশ। সামাজিক মাধ্যমে স্টেডিয়ামে বসে থাকা তাঁদের ছবি শেয়ার করে অনেকেই লিখলেন, তাঁদের কারণেই ভারত ফাইনাল ম্যাচ জিততে পারেনি।

About The Author